ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাগবাটোয়ারা নিয়ে আওয়ামী লীগ দ্বন্দ্বে লিপ্ত ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০১৭

ভাগবাটোয়ারা নিয়ে আওয়ামী লীগ দ্বন্দ্বে লিপ্ত ॥  ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ভাগবাটোয়ারার জন্য আওয়ামী ও এর অঙ্গ সংগঠনগুলো দ্বন্দ্বে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, দেশে আজ যেন কারও কোন সত্য কথা বলবার অধিকার নেই। সংবাদকর্মীরা সব সত্য কথা লিখতে পারেন না। কারণ সত্য কথা লিখতে গেলে বা ছবি তুলতে গেলে তাদের গুলি করে মারে সরকারী দলের লোকেরা। শাহজাদপুরে সমকালের সাংবাদিক শিমুলকে আওয়ামী লীগের নেতা জোর করে নির্বাচিত মেয়র গুলি করে হত্যা করেছেন। প্রতিদিন সংবাদপত্র খুললেই দেখা যায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্ব। এ ওকে গুলি করছে, ও একে গুলি করছে। এর মাধ্যমে সমাজকে তারা এমন এটা জায়গায় নিয়ে গেছে যেখানে কোন কিছুর জবাবদিহিতা নেই। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ২৯টি মামলা, তারেক রহমানের বিরুদ্ধেও বেশ ক’টি মামলা। আমাদের সবার বিরুদ্ধে মামলা। আজকে জীবনের শেষ সময়ে এসে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আদালতে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। নামাজ পড়ার সুযোগটুকু পর্যন্ত দেয়া হয় না। তাকে কিছু খাওয়ার সুযোগ দেয়া হয় না। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার, অর্থনীতির গতি ফিরিয়ে আনা এবং আমাদের বাঁচার জন্য সংগ্রামে শরিক হতে সবাইকে প্রস্তুতি নিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, কাজী আবুল বাশার, বজলুল বাসিত আঞ্জু, শফিউল বারী বাবু, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাজীব আহসান প্রমুখ। সরকারী দলের লোকেরা বেপরোয়া হয়ে উঠেছে- নজরুল ॥ সরকারী দলের লোকেরা বেপরোয়া হয়ে উঠেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন তারা এখন একে অপরের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করছে। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ। আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ॥ আজ সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। রাত ৯টায় খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন স্থায়ী কমিটির বৈঠকে দলের সাংগঠনটিক অবস্থাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
×