ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে বেলুন তৈরির কারখানায় ফের সিলিন্ডার বিস্ফোরণ, ২ কিশোর হত

প্রকাশিত: ০৮:৪৮, ৬ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীতে বেলুন তৈরির কারখানায় ফের সিলিন্ডার বিস্ফোরণ, ২ কিশোর হত

স্টাফ রিপোর্টার ॥ আবারও রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বেলুন তৈরির কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে দুই কিশোর নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে। তার মস্তক খুঁজে পাওয়া যায়নি। এ সময় দু’জন গুরুতর আহত হয়। সিলিন্ডার বিস্ফোরণে আধাপাকা কারখানাটির টিনের চালা উড়ে যায়। কারখানার প্রাচীর ভেঙ্গে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে পুলিশ জানায়। নিহতরা হচ্ছেন, ছয়ফুল (১৮) ও জুনু (২০)। আহতরা হচ্ছেন, অলিউল্লাহ (১৬) ও একরাম হোসেন (১৩)। নিহত ও আহতদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার লাখাই থানা এলাকায়। তিনি জানান, যাত্রাবাড়ীর শেখদী বটতলা এলাকার ঘটিরবাড়ির সেমিপাকা একতলা ঘরে তারা একসঙ্গে বসবাস করতেন। সেখানে গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুনে গ্যাস ভরে তা বাইরে বিক্রির কাজ করতেন তারা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই কারখানার বেলুন বিক্রেতা ছয়ফুল সিলিন্ডারের গ্যাস বেলুনে ভরছিলেন। এ সময় হঠাৎ বিকট আওয়াজে ওই সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ছয়ফুলের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। ঘরের টিনের চালা উড়ে গিয়ে তার শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রাস্তার বিভিন্ন স্থানে পড়ে ছিল। এ সময় তার মাথা খুঁজে পাওয়া যায়নি। এসআই আব্দুল আওয়াল জানান, ওই ঘরের চারপাশে দেয়াল ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। আর ছয়ফুলের পাশে বসে থাকা জুনুর ঘটনাস্থলে মৃত্যু ঘটে। এতে তাদের অপর দুই সঙ্গী অলিউল্লাহ ও একরাম হোসেন গুরুতর আহত হয়েছে। পরে দু’জনের ছিন্নবিচ্ছিন্ন শরীর একত্রে করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। এসআই আব্দুল আওয়াল আরও জানান, তবে আহত দু’জন কোথায় চিকিৎসা নিচ্ছে তা জানা যায়নি। তাদের খোঁজা হচ্ছে।
×