ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উড়োজাহাজের একের পর এক যান্ত্রিক ত্রুটিতে উদ্বিগ্ন বিমান কর্তৃপক্ষ

প্রকাশিত: ০৮:৪৮, ৬ ফেব্রুয়ারি ২০১৭

উড়োজাহাজের একের পর এক যান্ত্রিক ত্রুটিতে উদ্বিগ্ন বিমান কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার ॥ একের পর এক উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ায় উদ্বিগ্ন বিমানের পর্ষদ ও ব্যবস্থাপনা বিভাগ। সর্বশেষ শনিবার রাতেও ঢাকা কলকাতা ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে। বার বার কেন বিমানের ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কবলে পড়ছে সেটাই ভাবিয়ে তুলছে পর্ষদ সদস্যদের। এমন পরিস্থিতি সরেজমিনে দেখতে রবিবার বিকেলে বিমান পর্ষদের চেয়ারম্যান, সদস্য ও ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি টিম বিমানের নিজস্ব হ্যাঙ্গার পরিদর্শনে যান। তারা দু’ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান করে জানতে চান- কেন উড়োজাহাজ এত ঘন ঘন যান্ত্রিক ত্রুটির কবলে পড়ছে। তারা বিমানের প্রকৌশল বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা জানতে চান, ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় কিনা। এসব প্রশ্নের উত্তর দেয়ার সময় প্রকৌশলীদের পক্ষ থেকে বলা হয়, এতগুলো প্রকৌশলী কারাগারে থাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তবে এ সঙ্কট কাটিয়ে প্রকৌশল বিভাগ ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করছে। সর্বশেষ বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সি চেক করার মতো সক্ষমতা অর্জন করায় কর্মীরা এখন চাঙ্গা। এ অবস্থা আরও উন্নতি করার জন্য সবাই সচেষ্ট। সম্প্রতি পরিস্থিতি কাটিয়ে প্রকৌশল বিভাগ এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বৈঠক থেকে বেরিয়ে একজন কর্মকর্তা জনকণ্ঠকে বলেছেন, প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দেশ-বিদেশে তোলপাড় চলে। এ ঘটনায় বিমানের জনা দশেক প্রকৌশলী গ্রেফতার হবার পর গোটা প্রকৌশল বিভাগে অস্থিরতা ও আতঙ্ক নেমে আসে। তারপর ঢাকা মিয়ানমার ও ঢাকা কলকাতার ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কবলে পড়ায় পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হয়ে পড়ে। এসব ঘটনায় বিমান পর্ষদ ও ব্যবস্থাপনা বিভাগ তৎপর হয়ে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান।
×