ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ক্রিকেট নিয়ে বিতণ্ডায় কিশোরের মৃত্যু

প্রকাশিত: ০৮:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রামে ক্রিকেট নিয়ে বিতণ্ডায় কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ক্রিকেট খেলা নিয়ে বাকবিত-ার জের হিসাবে স্টাম্পের আঘাতে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে এক কিশোর। তার নাম ফয়সাল (১৫)। রবিবার শেষ বিকেলে নগরীর কলেজিয়েট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ দুঃখজনক ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বয়সের খুদে খেলোয়াড়রা কলেজিয়েট স্কুল মাঠে ক্রিকেট খেলছিল। মাঠের দু’পাশে স্টাম্প লাগানোকে কেন্দ্র করে খেলোয়াড়দের দু’পক্ষের মধ্যে প্রথমে বাকবিত-া ও পরে তা ছোটখাটো সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে এক কিশোর খেলোয়াড় তার হাতে থাকা স্টাম্প দিয়ে ফয়সালের দিকে নিক্ষেপ করে। এ সময় ফয়সালের আরও দুই ভাই মাঠে ছিল। স্টাম্পটি ছুড়ে মারার পর ফয়সল তা এড়ানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্টাম্পটি তার ঘাড়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে ফয়সাল মাটিতে ঢলে পড়ে এবং জ্ঞান হারায়। এপর্যায়ে তাকে দ্রুত চমেক হাসপাতালে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। ফয়সাল মাদারবাড়ি মরিচ্যাপাড়ার স্থায়ী বাসিন্দা শাহজাহানের পুত্র। পান বিক্রি করে জীবিকা নির্বাহ করত ফয়সাল।
×