ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কূটনীতিকদের ব্রিফিং

রোহিঙ্গা ক্যাম্প স্থানান্তরে সহায়তার আশ্বাস

প্রকাশিত: ০৮:২৯, ৬ ফেব্রুয়ারি ২০১৭

রোহিঙ্গা ক্যাম্প স্থানান্তরে সহায়তার আশ্বাস

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেঙ্গারচরে সরিয়ে নেয়ার বিষয়ে কূটনীতিকদের অবহিত করেছে সরকার। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের জন্য অবকাঠামো নির্মাণ, আশ্রয় কেন্দ্র, বিদ্যালয়, স্বাস্থ্য কেন্দ্র, মসজিদ, রাস্তা ইত্যাদি নির্মাণ করা হবে বলেও জানানো হয়েছে। এ প্রক্রিয়া বাস্তবায়নে জাতিসংঘ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কাছে সহায়তা চেয়েছে সরকার। এই পদক্ষেপ বাস্তবায়নে বিদেশী কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়। রোহিঙ্গা শরণার্থীদের নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেঙ্গারচরে সরিয়ে নেয়ার বিষয়ে রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং করা হয়। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাদের ব্রিফ করেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল আবদুল নাসের, পররাষ্ট্র সচিব এম শহীদুল হকও উপস্থিত ছিলেন। বিফ্রিংয়ে ৬০ জন বিদেশী কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন। ব্রিফিংয়ে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, নেপাল, সৌদি আরব, ব্রাজিল অস্ট্রেলিয়া, মিসর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফ্রান্স, থাইল্যান্ডসহ বিভিন্ন মিশনের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতিসংঘ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), আন্তর্জাতিক রেড ক্রস, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ইত্যাদি সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিদেশী মিশনের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিকট পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মাহমুদ আলী রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন। বিদেশী মিশনের প্রতিনিধিদের অবহিত করা হয়, রোহিঙ্গাদের হাতিয়ার ঠেঙ্গারচরে প্রত্যাবাসন করার আগে তাদের সুবিধা-অসুবিধা বিবেচনা করেছে সরকার। অমানবিকভাবে সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা হবে না। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন ॥ বাংলাদেশ ও সুইডেনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী ম্যারগট ওয়ালস্ট্রম। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
×