ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে সিইসি ও চার কমিশনারের বিদায়ী সাক্ষাত

প্রকাশিত: ০৮:০১, ৬ ফেব্রুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে সিইসি ও চার কমিশনারের বিদায়ী সাক্ষাত

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার। মেয়াদ পূর্তির তিনদিন আগে রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আধাঘণ্টা বৈঠক করেন তারা। এ সাক্ষাতকে ‘বিদায়ী সালাম’ আখ্যায়িত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাত করবেন তারা। সংশ্লিষ্ট সূত্র মতে, আগামী ৮ ফেব্রুয়ারি সিইসিসহ চার কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে। নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে জাতীয় সংসদ ভবনে সন্ধ্যা সোয়া ৬টার দিকে আসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ জাবেদ আলী ও মোঃ শাহনেওয়াজ। তাঁদের সঙ্গে ছিলেন ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে সংসদ ভবন থেকে বেরিয়ে আসেন তাঁরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছি, বিদায়ী সালাম দিয়েছি। উনি (প্রধানমন্ত্রী) আমাদের ‘থ্যাংকস’ (ধন্যবাদ) দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইসির পাঁচ বছরের কার্যক্রম তুলে ধরেছেন কি না- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা উনাকে বলেছি, আলোচনা করেছি।
×