ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জামিল উর রহমান

সুযোগ বুঝে বেরিয়ে পড়ুন ভ্রমণে

প্রকাশিত: ০৫:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০১৭

সুযোগ বুঝে বেরিয়ে পড়ুন ভ্রমণে

ভ্রমণ ভালবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। সবাই কমবেশি ভ্রমণ করতে ভালবাসে। স্থানের ক্ষেত্রে থাকে শুধু ভিন্নতা। কারও ভাললাগে বিশাল সমুদ্রতীরে দাঁড়িয়ে নিজেকে জানতে, কারও ভাললাগে সবুজ অরণ্যে ঘেরা পাহাড়ে চড়তে, কারওবা ভাললাগে ঝর্ণায় কান পেতে জলসঙ্গীত শুনতে। তা ছাড়াও ভ্রমণ মানুষের একঘেঁয়েমি ভাব কাটিয়ে উঠতে সাহায্য করে। তাই সময়-সুযোগ পেলে অনেকেই বেরিয়ে পড়ে ভ্রমণে। আর ভ্রমণ মানেই একটা খরচ। অনেকেই খরচের কথা চিন্তা করে সময়-সুযোগ থাকা সত্ত্বেও ভ্রমণে যেতে অনীহা প্রকাশ করে। অথচ কয়েকটি বিষয় মাথায় রেখে ভ্রমণ করলে খরচ কমে আসে অনেকাংশে। আর খরচ কমানোর জন্য যে বিষয়গুলো মাথায় রাখবেন- পরিকল্পনা করুন আগে ভ্রমণের নিয়ত করার পর প্রথম ধাপেই পরিকল্পনা করে নিন। কোথায় যাবেন, কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কোন জায়গাতে খরচ হবে, কিভাবে খরচ করবেন তা আগে থেকেই পরিকল্পনা করে ফেলুন। আগে থেকে পরিকল্পনা করে কাজ করলে সবকিছুতেই আলাদা কিছু বেনিফিট পাওয়া যায়। আগে থেকে পরিকল্পনা করা থাকলে কোথায় কী ধরনের খরচ হতে পারে তার একটি আইডিয়া তৈরি হয়ে যাবে। প্ল্যান করা থাকলে বাড়তি কোন্ জায়গায় খরচ হচ্ছে তাও চোখের সামনে চলে আসে। ট্রান্সপোর্ট ভ্রমণ করার আগে আপনি চিন্তা করে নেন কোন্ ট্রান্সপোর্টে গেলে আপনার খরচ কম হবে। ট্রেনের ব্যবস্থা থাকলে তা পছন্দের তালিকায় প্রথমেই রাখতে পারেন। আর ট্রেনের ব্যবস্থা না থাকলে বিকল্প হিসেবে রাখতে পারেন পাবলিক ট্রান্সপোর্ট। এক্ষেত্রে আপনার খরচ অনেক কমে যাবে। জায়গা সম্পর্কে তথ্য যে জায়গায় ভ্রমণ করবেন তা সম্পর্কে যদি পূর্ব থেকে আপনার কোন জানাশোনা না থাকে তাহলে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এক্ষেত্রে পূর্বে ভ্রমণ করেছে এমন কারও কাছ থেকে জায়গা সম্পর্কে ভালভাবে তথ্য জেনে নিন। হোটেল নির্বাচন ভ্রমণের ক্ষেত্রে খরচ কমাতে চাইলে বড় হোটেলে না ওঠাই ভাল। এক্ষেত্রে আপনি তুলনামূলক খরচ কম এবং পছন্দসই হোটেলগুলোতে উঠতে পারেন। দলগত ভ্রমণ কোথাও ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে দলগতভাবে যাওয়ার চেষ্টা করুন। একা থাকলে এক রুমের ভাড়া আপনাকে একাই বহন করতে হবে। আর দলগতভাবে গেলে এক রুমের ভাড়া সবাই মিলে শেয়ার করতে পারবেন। তাছাড়াও দলগতভাবে গেলে দলের সদস্যদের কাছ থেকে নানান পরামর্শ নিতে পারবেন। এতে আপনার খরচও কমে আসবে। খাবারের দাম যাচাই গন্তব্যস্থলে গিয়ে না যাচাই করে কোন খাবার না খাওয়াই ভাল। কারণ আপনাকে পর্যটক ভেবে খাবারের দাম বেশি ধরতে পারে। এক্ষেত্রে অনেককেই বিড়ম্বনায় পড়তে হয়। তাই খাওয়ার আগে খাবারের দাম ভালভাবে যাচাই করে নিন। কেনাকাটা এড়িয়ে চলুন আপনার মূল উদ্দেশ্য ভ্রমণ করা, কেনাকাটা নয়। যদি ভ্রমণ করতে গিয়ে কেনাকাটায় ব্যস্ত হয়ে যান তাহলে আপনার খরচ বেড়ে যাবে অনেক। অফ সিজনে ভ্রমণে যান ভ্রমণের খরচা কমানোর সবচেয়ে ভাল উপায় হচ্ছে অফ সিজনে বেড়াতে যাওয়া। প্রতিটি জায়গার একটি পিক সময় রয়েছে, যে সময় অনেক বেশি টুরিস্ট বেড়াতে যান। ওই সময় ভ্রমণে বের হলে সকল ক্ষেত্রেই একটু বেশিই খরচ হবে। তাই কম টাকায় ভ্রমণের মজা নিতে চাইলে অফ সিজনে ঘুরতে চলে যান। টিকেটের টাকা, খাওয়া খরচ এমনকি হোটেল ভাড়ায়ও অনেক কম খরচ হবে। যেমন অফ সিজনে গেলে কক্সবাজারের তিন হাজার টাকা দামের হোটেলে মাত্র এক হাজার টাকা দিয়েও থাকা যায়। ঘুরতে বেরিয়ে পড়ুন আজই। সারাদিন শুধু কাজ করলেই হবে না। স্বাস্থ্য এবং মন ভাল করার জন্য প্রতি মাসে একবার ঘুরতে বেরিয়ে পড়ুন। দেখবেন আরও ভালভাবে কাজ করতে পারবেন।
×