ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লামের রেকর্ডের ম্যাচে বেয়ার্নের হোঁচট

প্রকাশিত: ০৫:৩৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭

লামের রেকর্ডের ম্যাচে বেয়ার্নের হোঁচট

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখের হয়ে ৫০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন ফিলিপ লাম। শনিবার শালকের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। তবে এদিন সমর্থকদের হতাশ করেছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। শালকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বেয়ার্ন মিউনিখ। ম্যাচ ড্র করলেও বুন্দেসলিগার অন্যতম সেরা ক্লাবটির হয়ে পাঁচ ’শ ম্যাচে প্রতিনিধিত্ব করতে পেরে দারুণ রোমাঞ্চিত ফিলিপ লাম। বিশ্ব ফুটবলে প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে ফিলিপ লাম অন্যতম। তার ব্যাপারে পেপ গার্ডিওলা বলেছিলেন, ‘কোচ হিসেবে আমার দেখা সবচেয়ে বুদ্ধিমান খেলোয়াড় লাম।’ সাবেক এই অধিনায়কের নেতৃত্বেই ২০১৪ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল জার্মানি। অধিনায়ক হিসেবে বেয়ার্নকেও অসাধারণ সব সাফল্য এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। শনিবার বেয়ার্ন-শালকের ম্যাচের শুরুতেই দুটি গোল হয়েছে। প্রথমার্ধের ৯ মিনিটে রবার্ট লেভানডোস্কির গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। এ মৌসুমে বেয়ার্নের দুর্দান্ত ফর্মে থাকা পোলিশ স্ট্রাইকারের এটা ১৫তম গোল। কিন্তু সেই লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের ১৩ মিনিটেই সমতায় ফিরে শালকে ০৪। নালদো গোল করে সফরকারীদের সমতায় ফেরান। এরপর কোন দল গোল করতে না পারলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। ম্যাচের চিত্রনাট্য বদলাতে সবধরনের চেষ্টাই করে স্বাগতিকরা। কিন্তু আর কোন গোল করতে পারেনি। যে কারণে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দিনের অন্য ম্যাচে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা লিপজিগকে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। যে কারণে সুবিধা হয়েছে বেয়ার্নের। লিপজিগের সঙ্গে বেয়ার্ন মিউনিখের পয়েন্ট ব্যবধান বেড়েছে চার। মৌসুমের প্রথম ১৯ ম্যাচ থেকে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহে ৪৬ পয়েন্ট।
×