ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আইসিসির প্রস্তাব মানবে না ভারত!

প্রকাশিত: ০৫:৩৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭

আইসিসির প্রস্তাব মানবে না ভারত!

স্পোর্টস রিপোর্টার ॥ ‘বিগ থ্রি’র আর্থিক সুবিধার পূর্বপরিকল্পনা ভেঙ্গে দিয়ে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) যে নতুন আর্থিক বণ্টন প্রক্রিয়ার দিকে হাঁটছে, অন্যতম মোড়ল দেশ ভারত সেটি প্রত্যাখ্যান করেছে। যদিও আইসিসির সভায় বিপক্ষে ভোট দিয়েও ভারত নতুন এই পরিকল্পনার পথটাকে রুখতে পারেনি। কারণ ভারত-শ্রীলঙ্কা ছাড়া প্রতিটি টেস্ট খেলুড়ে দেশ আইসিসির পক্ষে অবস্থান নিয়েছে। রাগে গাঁই-গুই করা ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) এখন বাগড়া দেয়ার নতুন উপায় খুঁজে বেড়াচ্ছে। আইসিসির বর্তমান প্রধান শশাঙ্ক মনোহর বিসিসিআই’র সাবেক বস, অত্যন্ত পরিচ্ছন্ন ইমেজের মানুষটি যে করে হোক আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দেশের সমান সুযোগ নিশ্চিত করতে চান। মূল যে দুটি প্রস্তাব আনা হয় তা হচ্ছে, আইসিসিতে ভারত-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে বেশি ক্ষমতা দেয়ার বিষয়টি বাতিল এবং পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আয়ের সমবণ্টন।
×