ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন ইভেন্ট বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান বোল্ট

প্রকাশিত: ০৫:৩৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭

নতুন ইভেন্ট বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ শুরু হয়ে গেছে জ্যামাইকান কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের অভিনব ট্র্যাক এ্যান্ড ফিল্ড প্রতিযোগিতা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে তিনি এই দলগত ইভেন্ট চিরাচরিত নিয়মের বাইরে নতুন এক আমেজে করছেন। শনিবার উদ্বোধন হয়ে গেছে। ৯ ও ১১ ফেব্রুয়ারি হবে বাকি দুই রাউন্ড। কিন্তু তিনদিনব্যাপী নিট্রো-এ্যাথলেটিক্সটাকে আরও প্রচলিত করতে চান সর্বকালের সবচেয়ে দ্রুতগতির মানব বোল্ট। তিনি চান নিট্রো দলগত এ্যাথলেটিক্স ছড়িয়ে যাক সারাবিশ্বে। এই অভিনব এ্যাথলেটিক্সের প্রথমদিনই তার নেতৃত্বে জিতেছে অলস্টারস। এবার ভক্ত-সমর্থকদের কাছে এ ইভেন্টকে জনপ্রিয় করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন বোল্ট। প্রথাগত ইভেন্টের বাইরেও এই নিট্রো এ্যাথলেটিক্সে রাখা হয়েছে হার্ডলস রিলে, ২ী৩০০ মিটার মিক্সড রিলে, ৪ী১০০ মিটার মিক্সড রিলে, ৬০ মিটার স্প্রিন্ট, এলিমিনেশন মাইল ও কম্বাইন্ড-হাইট পোলভল্টের মতো কিছু ইভেন্ট। এই সিরিজে উসাইন বোল্ট নেতৃত্ব দিচ্ছেন অলস্টারস দলের। এছাড়া টুর্নামেন্টে বাকি পাঁচ দল হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, চীন, নিউজিল্যান্ড এবং জাপান। বোল্ট অংশ নেবেন একাধিক ইভেন্টে। এমন এক টুর্নামেন্টের অংশ হতে পেরে রোমাঞ্চিত জ্যামাইকান কিংবদন্তি। নিট্রো এ্যাথলেটিক্সের শুরু হওয়ার দিনই বোল্ট জিতে গেছেন ৪ী১০০ মিটার মিক্সড রিলে ইভেন্টে। ৬ দলে আছে ১২ জন করে পুরুষ এবং মহিলা এ্যাথলেট। মেলবোর্নের ছোট্ট লেকসাইড স্টেডিয়ামে ৭ হাজারেরও বেশি ভক্ত-সমর্থক উপস্থিত ছিল। আর এটাকে বেশ ভালভাবেই দেখছেন বোল্ট। একেবারে নতুন ধরনের এ ইভেন্টেও যথেষ্ট ক্রীড়াপ্রেমীর আগমন ঘটেছে বলেই মনে করেন তিনি। যদিও অনেকে মনে করছেন যে বোল্টের কারণেই এই সমাগম ঘটেছে। আয়োজকরা মনে করছেন বোল্টের এই নতুন ভাবনাটা ‘বৈপ্লবিক’ এক পরিবর্তন আনতে যাচ্ছে।
×