ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বাদ ভিন্ন ॥ ফেদেরার

প্রকাশিত: ০৫:৩২, ৬ ফেব্রুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বাদ ভিন্ন ॥ ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচ বছর পর আবার কোন গ্র্যান্ডসøাম। নতুন মৌসুমের শুরুটাই হয়েছে বছরের প্রথম গ্র্যান্ডসøাম অস্ট্রেলিয়ান ওপেন জয় দিয়ে। ৩৫ বছর বয়সী সুইজারল্যান্ডের রজার ফেদেরার জিতেছেন ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডসøাম। ২০১০ সালের পর আবার অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতেছেন তিনি। বাকি তিন গ্র্যান্ডসøাম তিনি জিতেছেন ১৩ বার। আর মেলবোর্নে জিতেছেন ৫ বার। তবে সবসময়ই অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফিটা ভিন্ন স্বাদের মনে হয়েছে তার কাছে। বেশ আগেই সর্বাধিক গ্র্যান্ডসøাম জয়ের ক্ষেত্রে রেকর্ড গড়েছেন ফেদেরার। তবে সর্বকালের সেরা হয়ে গেছেন। সাম্প্রতিক সময়ে তেমন ভাল যায়নি তার সময়টা। রেকর্ড সময় ধরে এক নম্বর স্থান ধরে রাখা এ সুইস তারকা অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে অবস্থান করছিলেন। সর্বশেষ গ্র্যান্ডসøাম জেতার ৫ বছর পেরিয়ে গেছে। ২০১২ সালে সর্বশেষ গ্র্যান্ডসøাম হিসেবে উইম্বলডন জিতেছিলেন ফেদেরার। কিন্তু ৩৫ বছর বয়সী এ তারকা এরপর আর পারেননি নিজের রেকর্ডটাকে আরও সমৃদ্ধ করতে। মাঝে ইনজুরির সঙ্গে লড়তে হয়েছে। ফুরিয়ে গেছেন এ সুইস টেনিস তারকা এমনটাই বলছিলেন অনেকে। এবার অস্ট্রেলিয়ান ওপেনে এসব কারণে কোনভাবেই তিনি ফেবারিট ছিলেন না। ইনজুরির কারণে দীর্ঘদিন ফেদেরারের অনুপস্থিতি এমনকি তার ভবিষ্যত অন্ধকারাচ্ছন্নই মনে করছিলেন সবাই। আবার তিনি শীর্ষ খেলোয়াড়দের চ্যালেঞ্জ জানাতে পারবেন এটাও ভাবেননি কেউ। কিন্তু সেটার ব্যতিক্রম দেখালেন এবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে। সেই জয়টা আবার এসেছে ব্যক্তিগত জীবনের বন্ধু আর টেনিস কোর্টের চরম শত্রু রাফায়েল নাদালের বিরুদ্ধে। এ কারণে স্বাদটা অন্যরকম মনে হচ্ছে ফেদেরারের কাছে। অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর আবার নিজেকে চিনিয়েছেন ফেদেরার। পুরনো রূপে ফিরে আসছেন তিনি এমনটাই মনে হচ্ছে। এবার অস্ট্রেলিয়ান ওপেনে বেশ কঠিন সব বাধাই পেরিয়েছেন শিরোপা জয়ের পথে। তৃতীয় রাউন্ডে ১০ নম্বর টমাস বার্ডিচ, চতুর্থ রাউন্ডে ৫ নম্বর কেই নিশিকোরি, কোয়ার্টারে উজ্জীবিত তরুণ মিশচা ভেরেভ এবং কঠিনতম পরীক্ষায় সেমিতে স্বদেশী ও বিশ্বের চার নম্বর স্টানিসলাস ওয়ারিঙ্কার বাধা পেরিয়েছেন।
×