ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয় ৩৯ রানে

কুবরা ঘূর্ণিতে কুপোকাত আয়ারল্যান্ড

প্রকাশিত: ০৫:৩১, ৬ ফেব্রুয়ারি ২০১৭

কুবরা ঘূর্ণিতে কুপোকাত আয়ারল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ মহিলা ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব মঙ্গলবার থেকে শুরু হবে। এজন্য রবিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাতে বাজিমাত করে। স্পিনার খাদিজাতুল কুবরার স্পিন ঘূর্ণিতে ৩৯ রানে আইরিশদের হারায় বাংলাদেশ। ম্যাচটিতে কুবরা একাই ৪ উইকেট তুলে নেন। শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশও বাছাইপর্বে খেলবে। এরআগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নিচ্ছে। কলম্বোতেই আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে নিগার সুলতানার ৫১, শারমিন সুলতানার ৪৭ ও সালমা খাতুনের ৩৮ রানে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৩৫ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে কুবরার স্পিন বিষে লাল হয় আয়ারল্যান্ড শিবির। ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৯৬ রানের বেশি করতে পারেনি। ওপেনার ম্যাক কেনডাল সর্বোচ্চ ৫৪ রান করেন। কুবরা ১০ ওভার বল করে ১ মেডেনসহ ৩৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। জাহানারা আলম নেন ২ উইকেট। এই ম্যাচটি জেতায় বিশ্বকাপ খেলার যে স্বপ্ন বাংলাদেশের নারী ক্রিকেটারদের, তাতে সাহস জোগাবে। প্রতিপক্ষ যে দলই হোক, হারানোর আত্মবিশ্বাস জন্মাবে। যেটি বাংলাদেশ দলের জন্য অনেক পাওনা হলো। এ প্রাপ্তিই এখন দলকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের মেয়েরা বাছাইপর্বে এবার খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবুইয়ে। উভয় গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্সে উঠবে। নিজেদের গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান ছাড়া বড় কোন প্রতিপক্ষ নেই। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মেয়েদের কাছে ঘরের মাটিতে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে গিয়ে অবশ্য বিপর্যস্ত অবস্থায় রয়েছে বর্তমানে বাংলাদেশ মহিলা দল। এরপর অনুশীলনেই সীমাবদ্ধ থেকেছে প্রস্তুতি। সেই প্রোটিয়া মেয়েদের সঙ্গেই একই গ্রুপে লড়তে হবে বাংলাদেশ দলকে। এ বিষয়ে রুমানা বলেন, ‘আমরা মহিলা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে চাই। কিন্তু টুর্নামেন্টে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দুটো দল খেলার কারণে এটা সহজ হবে না। পাকিস্তান ও শ্রীলঙ্কাও আছে বড় প্রতিপক্ষ হিসেবে।’ বাছাইয়ের সেরা চারটি দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। বর্তমান সময়ে বাংলাদেশের মেয়েরা বেশ নাজুক অবস্থায় রয়েছে। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপেও ব্যর্থ হয়েছে দলটি। হেরেছে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে। কিন্তু বাছাইয়ের জন্য ভাল প্রস্তুতি হয়েছে দাবি করে রুমানা বলেন, ‘আমরা এই আসরের জন্য কঠোর অনুশীলন করেছি। এখানে আসার আগে আমরা অনেকগুলো ভালমানের ম্যাচ খেলেছি। আমরা প্রতিপক্ষদের সঙ্গে বেশ পরিচিত এবং পরিবেশটাও জানা। আমাদের ফলাফলগুলো হয়তো নিজেদের পক্ষে আসেনি কিন্তু আশা করছি ভুলগুলো থেকে আমাদের অভিজ্ঞতা বেড়েছে এবং অনেক কিছু শিখতে পেরেছি।’ বাছাইপর্বে বাংলাদেশের মেয়েদের ম্যাচ শুরু হবে ৭ ফেব্রুয়ারি পাপুয়া নিউগিনির বিরুদ্ধে। এরপর ৮ ফেব্রুয়ারি পাকিস্তান, ১০ ফেব্রুয়ারি স্কটল্যান্ড ও ১১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হবেন রুমানারা। এ বিষয়ে রুমানা বলেন, ‘সবগুলো দলেরই লক্ষ্য বিশ্বকাপে খেলার। এটা চূড়ান্ত পর্ব সেই মঞ্চে যাওয়ার। আমাদের দলটা সেই স্বপ্ন বাস্তব করার ক্ষেত্রে খুব একটা দূরে নেই।’
×