ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফ্রিকিকে মেসির রেকর্ড, ঝড়ের কবলে সেল্টা ভিগো-রিয়াল মাদ্রিদের ম্যাচ স্থগিত

রিয়াল মাদ্রিদের কাছাকাছি বার্সিলোনা

প্রকাশিত: ০৫:৩১, ৬ ফেব্রুয়ারি ২০১৭

রিয়াল মাদ্রিদের কাছাকাছি বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একটি দর্শনীয় ফ্রিকিকে গোল করলেন লিওনেল মেসি। তার দল বার্সিলোনও পেয়েছে বড় জয়। শনিবার নিজেদের মাঠ ন্যুক্যাম্পে লুইস এনরিকের দল ৩-০ গোলে পরাজিত করেছে এ্যাথলেটিক বিলবাওকে। সেইসঙ্গে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের আরও কাছাকাছি পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। মৌসুমের প্রথম ২১ ম্যাচ থেকে বার্সিলোনার সংগ্রহ এখন ৪৫ পয়েন্ট। আর রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৬। অর্থাৎ দুই দলের পয়েন্ট ব্যবধান মাত্র ১। তবে দুই ম্যাচ কম খেলেছে রিয়াল। রবিবার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ থাকলেও প্রচ- ঝড়ের কারণে সেই ম্যাচে আর মাঠেই নামতে পারেনি জিনেদিন জিদানের দল। প্রচ- বাতাসে সেল্টার বালাডোসের স্টেডিয়াম বেশ ক্ষতির মুখে পড়ে। যে কারণেই খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে লা লিগা কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত করে। নিজেদের মাঠ ন্যুক্যাম্পে যেমনটি আশা করা হয়েছিল বার্সা তেমন খেলতে পারেনি। স্কোরলাইনে ব্যবধানটা সুস্পষ্ট হলেও এ্যাথলেটিকোর বিপক্ষে বেশ কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছে কাতালানদের। উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজকে এদিন মূল একাদশে রাখেননি বার্সা কোচ লুইস এনরিকে। তার পরিবর্তে মাঠে নামেন পাকো আলকাসের। আর মাঠে নেমেই কোচের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। গত বছরের আগস্টে ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ভ্যালেন্সিয়া থেকে বার্সিলোনায় যোগ দেয় এই মিডফিল্ডার। লা লিগায় এদিন প্রথম গোল করেন তিনি। বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমারের সহায়তায় ১৮ মিনিটেই দলকে এগিয়ে দেন তিনি। অথচ এই গোলের আগে এ্যাথলেটিক এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল। রাউল গার্সিয়ার লো শট মার্ক-আন্দ্রে টার স্টেগান আটকে দিলেও ফিরতি বলে ইনাকি উইলিয়ামসের হেড হোস্টের ঠিকানা খুঁজে পায়নি। ম্যাচশেষে এনরিকে বলেন, ‘ম্যাচে আজ এমন কিছু খেলোয়াড় নিজেদের প্রমাণ করেছে যারা মূল একাদশে খুব একটা সুযোগ পান না। আমাদের বাধ্য হয়েই কিছু খেলোয়াড়কে বিশ্রামে রাখতে হয়েছে। এটা না হলেও সকলের কাছ থেকে শতভাগ আদায় করা সম্ভব নয়। এরপরও দিনশেষে আমরা পূর্ণ তিন পয়েন্ট পেয়েছি এটাই গুরুত্বপূর্ণ।’ বিরতির পাঁচ মিনিট আগে মেসি তার ট্রেডমার্ক ফ্রিকিক দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এবারের মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় এটি মেসির ৩১তম গোল। এই গোলের সৌজন্যেই বার্সিলোনার হয়ে আরও একটি রেকর্ডের মালিক হলেন লিওনেল মেসি। কাতালান ক্লাবটির ইতিহাসে ফ্রিকিক থেকে সবচেয়ে বেশি গোল আদায় করে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক। আর এ রেকর্ড গড়ার সময় তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি ফুটবলার রোল্যান্ড কোম্যানকে। ৯০ দশকে বার্সার হয়ে খেলা ডাচ মিডফিল্ডার ফ্রিকিক থেকে ২৬টি গোল করে এতদিন এই রেকর্ডের যৌথভাবে মালিক ছিলেন তিনি। শনিবার এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ফ্রিকিক থেকে অসাধারণভাবে ২৭তম গোলটি করেন মেসি। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে সার্জিও রবার্তোকে জায়গা করে দিয়ে সাইডবেঞ্চে চলে যান মেসি। এরআগে ৪৬ মিনিটে কুঁচকির ইনজুরির কারণে জেরার্ড পিকে ও ৫৪ মিনিটে টার স্টেগানের সাথে ধাক্কা লেগে রাফিনহা মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন। যদিও এই পরিবর্তনগুলো বার্সিলোনার কাজেই এসেছে। ৬৭ মিনিটে রাইট ব্যাক দিয়ে অনেকটা একক প্রচেষ্টায় গোল করেন এ্যালেক্স ভিদাল। যা চলতি মৌসুমে কাতালান ক্লাবটির সবধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে শততম গোল। এদিকে ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেল্টা ভিগোর স্টেডিয়াম। যে কারণে রবিবার সেল্টা ভিগো-রিয়াল মাদ্রিদের ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়। এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারেও নিশ্চিত কিছু জানায়নি স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। উত্তর স্পেনে প্রচ- ঝড়ের কারণে এরআগে শুক্রবার দিপোর্তিভো লা করুনা বনাম রিয়াল বেটিসের ম্যাচও স্থগিত ঘোষণা করা হয়। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু তাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা। রিয়ালের বিপক্ষে সেল্টা ভিগোর ম্যাচটি স্থগিত হওয়ার কারণে কপাল পুড়েছে আলাভেসের। কেননা কোপা দেল রে’র সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ সেল্টা ভিগো। এই ম্যাচ না হওয়ায় বিশ্রামের জন্য অতিরিক্ত সময় পেল সেল্টা ভিগো। দুই দলের প্রথম লেগটা অবশ্য গোলশূন্য ড্র হয়েছিল। তাই দ্বিতীয় লেগে যারা জয় পাবে তারাই কাটবে ফাইনালের টিকেট।
×