ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ২২৪/৮, ইনিংস ঘোষণা, ভারত-এ ৯১/১ ব্যাটিং

প্রস্তুতি ম্যাচেই বেহাল দশা মুশফিকদের

প্রকাশিত: ০৫:৩১, ৬ ফেব্রুয়ারি ২০১৭

প্রস্তুতি ম্যাচেই বেহাল দশা মুশফিকদের

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের বিপক্ষে ভারতের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠেয় একমাত্র টেস্টে কি হবে, তা সময়ই বলবে। তবে রবিবার শুরু হওয়া দুইদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে সাকিবহীন বাংলাদেশ দলের ব্যাটিংয়ে বেহাল দশারই দেখা মিলল। সৌম্য সরকার ও মুশফিকুর রহীম ছাড়াতো অন্যদের খুঁজেই পাওয়া যায়নি। তাও দুইজনের কাছ থেকে অর্ধশতকের বেশি রান মিলেনি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৬৭ ওভারে ২২৪ রান করতেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল। এরপর ভারত ‘এ’ দল খেলতে নেমে ১ উইকেট হারিয়ে ৯১ রান করে। ১৩৩ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ইনিংস ঘোষণার উদ্দেশ্য স্পষ্ট। হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং করে প্রথম ইনিংসে সুবিধা করা যায়নি। দুইদিনের ম্যাচে ফলাফল মুখ্য নয়। প্রস্তুতিটা কত ভাল হলো সেটিই আসল। আর তাই যেই ব্যাটসম্যানদের ব্যাটিং শেষ হলো। ইনিংস ঘোষণা করে দিল বাংলাদেশ। কারণ যদি কোনভাবে ভারত ‘এ’ দলকে গুটিয়ে দিয়ে আবারও ব্যাটিং করা যায়। ভারত ‘এ’ দলে খেলা অভিনব মুকুন্দ, রিশাভ পান্ত, হার্দিক পা-ে, জয়ন্ত যাদব ছাড়া বাকিরা চেনামুখ নয়। সবাই আনকোরা। জাতীয় দলের কোন ফরমেটেই খেলা হয়নি। অথচ অপরিচিত এক মুখই কিনা বাংলাদেশ ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিল। তাও আবার সে একজন স্পিনার হলে কথা ছিল। সে একজন মিডিয়াম ফাস্ট বোলার। রাজস্থানের বোলার। নাম অনিকেত চৌধুরী। একাই ৪ উইকেট তুলে নিলেন। তার বলগুলো খেলতেই হিমশিম খেলেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদরা। এরমধ্যে তামিম (১৩), মুমিনুল (৫), মুশফিক (৫৮) ও মেহেদী হাসান মিরাজের (০) উইকেট তুলে নিল অনিকেত নিজেই। হায়দরাবাদে স্পিনটাই মূল শক্তি। যে স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত টেস্ট বৃহস্পতিবার শুরু হবে, সেই রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্পিন হচ্ছে প্রাণশক্তি। স্পিনই ভীতি। অথচ টেস্টে খেলতে নামার আগে কিনা বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা স্পিনে নয়, গতির সামনেই ঘায়েল হয়ে গেল। প্রথম ইনিংসে ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরমধ্যে পেসাররাই তুলে নেন ৬ উইকেট। স্পিনাররা মাত্র ২ উইকেট দখল করতে পারেন। শুরুতে ৪৪ রানের মধ্যেই দুই ওপেনার ইমরুল (৪) ও তামিমকে হারায় বাংলাদেশ। এরপর ৮৯ রানের মধ্যে আরও দুইটি উইকেটের পতন ঘটে। এবার মুমিনুল ও সৌম্য আউট হয়ে যান। সৌম্য আউট হওয়ার আগে ৭৩ বলে ৯ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন। কিন্তু বাকিরা ব্যর্থ হন। তখনই বোঝা হয়ে যায়, বিপদ আসন্ন। প্রস্তুতি ম্যাচেই বিপদের দেখা মিলতে চলেছে। তাই হলো। মাহমুদুল্লাহ ইদানীং বড্ড খারাপ খেলছেন। অফ ফর্মে যেন দিন যাচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সবকটি ম্যাচ খেলেছেন। প্রথম টি২০তে অর্ধশতক ছাড়া আশানুরূপ নৈপুণ্য নেই। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টেও নিজের মতো করে খেলতে পারেননি। ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও সেই খারাপ সময়ও ছোঁয়াই মিলল। ভাল খেলতে খেলতে ২৩ রানেই আউট। তাতে ১১৩ রানেই ৫ উইকেটের পতন ঘটে যায় বাংলাদেশের। এরপর মুশফিক ও সাব্বির রহমান রুম্মন মিলে হাল না ধরলে বাংলাদেশ হয়ত ২০০ রানও অতিক্রম করতে পারত না। ষষ্ঠ উইকেটে গিয়ে মুশফিক ও সাব্বির মিলে ৭১ রানের জুটি গড়েন। যেটি দলকে ২০০ রানের কাছাকাছি নিয়ে যায়। ৩৩ রান করে ১৮৪ রানের সময় সাব্বির আউট হন। দুই ’শ রান অতিক্রম করে আরও ৬ রান যোগ হতেই মুশফিকও সাজঘরে ফেরেন। ১০৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৮ রান করে মুশফিক আউট হন। লিটন কুমার দাসকে নেয়া হয়েছে বিসিএলের এবারের আসরে প্রথম পর্বে ডাবল শতক করায়। লিটন এগিয়েও যাচ্ছিলেন। মিরাজ ব্যাট হাতে নেমেই সাজঘরে ফেরার মিছিলে যোগ দেন। কিন্তু লিটন উইকেটে অবিচল থাকেন। বুঝিয়ে দেন, হায়দরাবাদ টেস্টেও তিনি কার্যকর হতে পারবেন। তাইজুল ইসলামকে (৪*) নিয়ে এগিয়ে যেতে থাকেন লিটন। যেই দলের স্কোরবোর্ডে ২২৪ রান জমা হয়, ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। লিটন ২৩ রানে অপরাজিত থাকেন। যা মনে করা হয়েছিল ভারত ‘এ’ দলকে দ্রুত গুটিয়ে দিয়ে আবার ব্যাটিং করবে বাংলাদেশ দল। কিংবা ব্যাটসম্যানদের ব্যাটিং দেখা হয়েছে, বোলারদের ঝালিয়ে নেয়া দরকার। কিন্তু সেই পরিকল্পনাতেও কি কোন কাজ হলো? ব্যাটসম্যানরা আর কি ব্যাটিং পাওয়ার সম্ভাবনা আছে? পেলেও কি খুব বেশি ব্যাটিং অনুশীলনটা করতে পারবেন? ভারত ‘এ’ দল যে দ্বিতীয় দিনেও পুরোটা খেলবে মনে হচ্ছে। তাতে করে বোলারদের অবস্থাওতো প্রথমদিনে বেহালই দেখা গেল। ২১ ওভারে ১ উইকেট হারিয়ে ৯১ রান করল ভারত ‘এ’ দল। উইকেটইতো একের অধিক ফেলা গেল না। স্কোর ॥ বাংলাদেশ-ভারত ‘এ’ প্রস্তুতি ম্যাচ-প্রথমদিন শেষে টস ॥ বাংলাদেশ (ব্যাটিং)। বাংলাদেশ প্রথম ইনিংস ২২৪/৮; ইনিংস ঘোষণা; ৬৭ ওভার (তামিম ১৩, ইমরুল ৪, সৌম্য ৫২, মুমিনুল ৫, মাহমুদুল্লাহ ২৩, মুশফিক ৫৮, সাব্বির ৩৩, লিটন ২৩*, মিরাজ ০, তাইজুল ৪*; অনিকেত ৪/২৬)। ভারত ‘এ’ প্রথম ইনিংস ৯১/১; ২১ ওভার (পানচাল ৪০*, অভিনব ১৬, আইয়ার ২৯*)।
×