ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করমজলে আরও ১৯ কুমির ছানা হত্যা

প্রকাশিত: ০৫:২৩, ৬ ফেব্রুয়ারি ২০১৭

করমজলে আরও ১৯ কুমির ছানা হত্যা

আহসান হাবিব হাসান, করমজল থেকে ফিরে ॥ সুন্দরবনের করমজল পর্যটন স্পটের কুমির প্রজনন কেন্দ্র থেকে কুমির ‘রোমিও, পিলপিল-জুলিয়েট’ দম্পত্তির আরও ১৯টি ছানা মারা পড়েছে। রবিবার দুপুরে মৃত কুমিরছানাগুলোর খ-িত দেহাবশেষ উদ্ধার করে বনবিভাগ। এ নিয়ে গত ৫ দিনের ব্যবধানে ৫৯টি কুমিরছানা হত্যা ও গায়েবের ঘটনা ঘটেছে। তৃতীয় দফায় এ কুমিরছানার হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্টা করেছে বনবিভাগ। বনবিভাগের দাবিÑ শেষ দফায় মৃত উদ্ধার ১৯টি কুমিরছানাগুলো বন্যপ্রাণীর আক্রমণে মারা পড়েছে। তবে এ নিয়ে বনবিভাগের অভ্যন্তরে ব্যাপক তোলপাড় চলছে। বনবিভাগ সূত্র জানায়, গত ২৯ ও ৩০ জানুয়ারি পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী ও কুমির প্রজনন কেন্দ্র হতে দু’দফায় ৩৭টি কুমিরছানা রহস্যজনকভাবে গায়েব হয়। এ ছাড়া মৃত উদ্ধার হয় আরও ৬টি কুমিরছানা। এ ঘটনার পর প্রজনন কেন্দ্রের বনরক্ষী মাহবুব আলম লস্কর ও চুক্তিভিত্তিক বেতনের কর্মচারী মোঃ জাকির হোসেনকে অভিযুক্ত করা হয়। ইতোমধ্যে এ নিয়ে বনবিভাগের গঠিত দুটি কুমিরের মধ্যে একটির তদন্ত প্রতিবেদন দাখিল হলেও আরেকটির তদন্ত চলছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার বেলা ১১টার দিকে নতুন করে মারা পড়ে আরও ১৯টি কুমির। এ প্রসঙ্গে বন্যপ্রাণী বিভাগের বনসংরক্ষক মোঃ জাহিদুল কবির জানান, কুমিরের প্যানে থাকা ছানাগুলো রুটিনমাফিক দেখভালের সময় একটি প্যানে ১৬টি ও আরেকটি প্যানে ৩টি কুমির মৃত দেখা যায়। এগুলো প্যানের (সংরক্ষণ পুকুর) পাশের দিকে বিচ্ছিন্নভাবে দেখা মেলে। প্রাথমিকভাবে মৃত কুমিরছানাগুলোর ঘাড়ে কামড় ও আঘাতের চিহ্ন রয়েছে। হিংস্র বন্যপ্রাণী আক্রমণ চালিয়ে এ কুমিরছানাগুলো হত্যা করতে পারে বলে ধারণা করেন তিনি।
×