ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুনী যে দলেরই হোক তাকে আইনের আওতায় আনা হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২৩, ৬ ফেব্রুয়ারি ২০১৭

খুনী যে  দলেরই হোক তাকে আইনের আওতায় আনা হবে ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) ৫ ফেব্রুয়ারি ॥ মেয়রের গুলিতে নিহত সাংবাদিক আঃ হাকিম শিমুলের মাদলা গ্রামের বাাড়িতে সমবেদনা জানাতে এসেছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোঃ নাসিম। শনিবার রাত সাড়ে ১০ টায় মন্ত্রী উপস্থিত হলে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। মন্ত্রী নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, হত্যাকারী যে দলের বা যত প্রভাবশালীই হোক তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। তিনি বলেন, পৌর মেয়র হালিমুল হক মিরু হত্যাকারী প্রমাণিত হলে দলীয় ও দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে কঠোর শাস্তি পেতে হবে।তিনি সমকালের সাংবাদিক শিমুলের অসহায় পরিবারকে ১ লাখ টাকা প্রদান করেন এবং তার স্ত্রী নুরুন্নাহারকে তাৎক্ষণিকভাবে বগুড়ার একটি স্বাস্থ্য কেন্দ্রে চাকরি প্রদানের নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ও দলীয় নেতৃবৃন্দ। মোহাম্মদ নাসিম সেখানে উপস্থিত হলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা নিহতের পরিবারেেক নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন ও তার দুই সন্তান ,আলনোমান নাজ্জাফি সাকি (১২) ও তামান্না ফাতেমা (৬) লেখা পড়ার সব দায়িত্বভার গ্রহণ করেন। এব্যাপারে, শাহজাদপুর উপজেলা আওয়াামী লীগ কার্যালয়ে স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাাপতি হাসিবুর রহমান স্বপনের সভাপতিত্বে এক জরুরী বৈঠকে হালিমুল হক মিরুকে উপজেলা আওয়ামী লীগ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। হালিমুল হক মিরু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন। এ সময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমা, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিররুল ইসলাম শাহুসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, প্রতিদিনের মতো মেয়র মিরুর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার দুপুর ১২ টায় শাহজাদপুরে কর্মরত সাংবাদিক প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেন। সাংবাদিক নেতা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, আমরা মেয়রকে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছি । সোমবার দুপুর ১টায় ৪৮ ঘণ্টার আল্টিমেটামের সময় শেষ হবে। এর মধ্যে মেয়রকে গ্রেফতার করা না হলে আমরা সাংবাদিকবৃন্দ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। রবিবার বিকেলে শাহজাদপুর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব , সাংবাদিক ফোরাম ও শাহজাদপুরে সকল কর্মরত সাংবাদিক ৩ দিনের শোক পালনের কর্মসূচী ঘোষণা করেছে। এই সংবাদ লেখা পর্যন্ত মোট ৭ আসামীকে গ্রফতার করে সিরাজগঞ্জ জেলা হাজতে পাঠানো হয়েছে। এদিকে রবিবার শাহজাদপুর থানার পুলিশ মেয়রের বাসায় অভিযান চালিয়ে মেয়রের ২ টি পাসপোর্ট জব্দ করেছে।
×