ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাকি হাইকমিশনের শিষ্টাচার বহির্ভূত কাজ ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৯, ৬ ফেব্রুয়ারি ২০১৭

পাকি হাইকমিশনের শিষ্টাচার বহির্ভূত কাজ ॥ তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনে কাশ্মীর জনগণের প্রতি সহমর্মিতায় কাশ্মীর দিবস পালন শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সচিবালয়ে রবিবার নিজ দফতরে সাংবাদিকদের কাছে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। কাশ্মীর অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ভারত সরকার, কাশ্মীরি বিদ্রোহী গোষ্ঠীগুলো এবং পাকিস্তান সরকারের মধ্যে বিরোধ রয়েছে। দুটি দেশই কাশ্মীরকে নিজেদের বলে দাবি করছে। বিরোধের কারণে হাজার হাজার মানুষ মারা গেছে। পাকিস্তান ৫ ফেব্রুয়ারি কাশ্মীর সংহতি দিবস পালন করে থাকে। ঢাকার পাকিস্তান দূতাবাসও দিবসটি পালন করেছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এই পাকিস্তান ১৯৭১ সালে বাংলাদেশের জনগোষ্ঠীর উপরে, বাঙালী জাতিসত্তার উপর নির্মম গণহত্যা পরিচালিত করে, মানবাধিকার লঙ্ঘন করে, যুদ্ধাপরাধ করে। যেখানে বাংলাদেশের জাতিসত্তার উপর আক্রমণের বিষয়ে পাকিস্তান সাফাই গায়, মাফ চায় না, সেখানে কাশ্মীর জনগোষ্ঠীর জন্য দরদ দেখানোটা মায়াকান্না ছাড়া কিছুই নয়। অপরদিকে আমরা মনে করি বাংলাদেশে এই দিবস পালন পাকিস্তান-ভারতের দ্বিপাক্ষিক সমস্যা বাংলাদেশে টেনে আনার অপকৌশল ও কূটচাল ছাড়া কিছুই নয়। এটাকে আমি শিষ্টাচার বহির্ভূত ঘটনা বলে মনে করি। জাসদ সভাপতি ইনু আরও বলেন, পাকিস্তান জন্মের পর থেকে পাকিস্তানী শাসকগোষ্ঠী ধারাবাহিকভাবে বাঙালী, বেলুচ, পাশতুন, সিন্দি জাতিসত্তার উপরে সীমাহীন নির্যাতন অত্যাচার চালিয়ে আসছে। পাকিস্তান শাসকগোষ্ঠীর ইতিহাস হচ্ছে বিভিন্ন জাতিসত্তা দমন করা এবং ধ্বংস করে দেয়ার ইতিহাস।
×