ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ২ লাখ ২৭ হাজার নতুন চাকরি

প্রকাশিত: ০৪:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০১৭

জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ২ লাখ ২৭ হাজার নতুন চাকরি

চলতি বছরের প্রথম মাসে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে দুই লাখ ২৭ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আলোচ্য মাসে অর্থনীতিবিদরা ১ লাখ ৭৫ হাজার মানুষ চাকরি পেতে পারে বলে পূর্বাভাস দেন। বিবিসির খবরে বলা হচ্ছে, প্রত্যাশার তুলনায় এ মাসে কর্মসংস্থান বাড়লেও চাকরিপ্রাপ্তদের বড় একটি অংশ পার্টটাইম জব পেয়েছে। তারা এখন ফুলটাইম জব খুঁজছে। ডোনাল্ড ট্রাম্পের শাসনামল শুরু হওয়ার পর এটাই দেশটির প্রথম কর্মসংস্থান রিপোর্ট। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ফিরিয়ে আনা এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার অঙ্গীকার ঘোষণা করেছিলেন। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে দেশটিতে বেকারত্বে হার কিছুটা বেড়েছে।-অর্থনৈতিক রিপোর্টার
×