ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মধু চাষীদের ঋণ প্রদানের আহ্বান

প্রকাশিত: ০৪:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০১৭

মধু চাষীদের ঋণ প্রদানের আহ্বান

মধু চাষীরা যাতে ন্যায্যমূল্য পায় সে বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) কর্তৃপক্ষকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি মধু চাষীদের অর্থনৈতিক সহায়তায় ঋণদানেরও সুপারিশ করেন। রবিবার দুপুরে রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল ইউনিভার্সিটি মিলনায়তনে পাঁচ দিনব্যাপী মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মেলার আয়োজন করেছে যৌথভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। শিল্প সচিব বলেন, ‘আমাদের দেশের কৃষকদের কাছ থেকে পার্শ্ববর্তী দেশ অনেক কম দাম দিয়ে মধু ক্রয় করে নিয়ে যায়, তাই তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে।-অর্থনৈতিক রিপোর্টার
×