ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাট দিবস পালনে প্রস্তুতি শুরু

প্রকাশিত: ০৪:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০১৭

পাট দিবস পালনে প্রস্তুতি শুরু

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত সকলকে সম্পৃক্ত করতে চায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সকলকে সম্পৃক্তকরণের উদ্দেশে রবিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, পাটের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন (বিজেএ), বাংলাদেশ জুট স্পিনার্স এ্যাসোসিয়েশন (বিজেএসএ), বাংলাদেশ জুট গুডস এক্সপোটার্স এ্যাসোসিয়েশন (বিজেজিএ), বাংলাদেশ জুট মিলস এ্যাসোসিয়েশন (বিজেএমএ) এর প্রতিনিধিদের সঙ্গে তাদের কার্যালয়ে আলাদা আলাদাভাবে মতবিনিময় করেন । এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু,পাট অধিদফতরের মহাপরিচালক মোছলেহ উদ্দিনসহ বিজেএ, বিজেএসএ, বিজেজিএ ও বিজেএমএ এর ব্যবসায়িক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, বাংলাদেশকে আবারও সোনালী আঁশের দেশ হিসেবে রূপান্তর করে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আগামী ৬ মার্চ প্রথম বারের মতো পালিত হতে যাচ্ছে “জাতীয় পাট দিবস”। বিদেশে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনসহ সারাদেশ নানা কর্মসূচী আয়োজনের মাধ্যমে মহাসমারোহে দিনটিকে উদযাপন করতে যাচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বর্ণাঢ্য এ দিবসের আয়োজনে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় শহর থেকে পাট চাষীসহ পাটের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে এর সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, র‌্যালি, ব্যানার, পোস্টারসহ পাট চাষ সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিশেষ আয়োজন থাকবে। পাট মিল এলাকাগুলোতে আলোক সজ্জাসহ তোড়ন নির্মাণ করা হবে।
×