ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিজার্ভ চুরির মূল হোতারা এখনও চিহ্নিত হয়নি

প্রকাশিত: ০৪:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০১৭

রিজার্ভ চুরির মূল হোতারা এখনও চিহ্নিত হয়নি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশ ও দেশের বাইরের মাঠপর্যায়ের অপরাধীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চিহ্নিত হয়েছে ফিল্ড অপারেটিভদের হাত ঘুরে মূল হোতাদের হাতে টাকা পৌঁছানোর প্রক্রিয়াও। তবে, ঘটনার বড় একটি অংশের তদন্ত বিদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতার ওপর নির্ভরশীল হওয়ায় তাদের শনাক্ত করা যাচ্ছে না বলেও জানিয়েছে সংস্থাটি। দিনের হিসেবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার এক বছর পেরিয়েছে এরইমধ্যে। যদিও মামলার বছরপূর্তির বাকি আর ৪০ দিন। এ সময়ের মধ্যে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন পেছানো হয়েছে ১০ বার। মামলার তদারককারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক জানালেন, তদন্ত প্রতিবেদন জমা দেয়া না গেলেও, ঘটনাক্রম দাঁড় করানো থেকে শুরু করে দেশ-বিদেশের মাঠপর্যায়ের অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছেন তারা। সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ শাহ আলম বলেন, কেউ সিস্টেম দুর্বল করেছেন, কেউ ভুয়া এ্যাকাউন্ট করেছেন। যারা কাজগুলো করেছে আমরা তাদের চিহ্নিত করেছি। রিজার্ভ চুরির ঘটনায় নাম এসেছে ফিলিপিন্স ও শ্রীলঙ্কার অপরাধীদের। তদন্ত করতে সেসব দেশ সফরও করেছে সিআইডির প্রতিনিধি দল। সিআইডি বলছে, মূল হোতাদের শনাক্ত করতে বিদেশী সংস্থাগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। আর এ কারণেই তদন্ত কিছুটা আটকে আছে। শাহ আলম বলেন, যারা করেছে ফিলিপিন্স ও শ্রীলঙ্কায় তাদের সঙ্গে লিঙ্কটা কি, তা আমরা খুঁজে পাব। বলটা একটা বা দুটো দেশের মধ্যে পরে আছে। মূল হোতা কারা তা চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
×