ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেয়েকে নকলে সহযোগিতা, শিক্ষক বাবাকে অব্যাহতি

প্রকাশিত: ০৪:২১, ৬ ফেব্রুয়ারি ২০১৭

মেয়েকে নকলে সহযোগিতা, শিক্ষক বাবাকে অব্যাহতি

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৫ ফেব্রুয়ারি ॥ তালতলী মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে মেয়েকে পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে ছোট ভাইজোড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবুল কালাম আজাদকে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তৌছিফ আহমেদ এ অব্যাহতি দিয়েছেন। জানা গেছে, তালতলী মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে বরিবার ইংরেজী প্রথমপত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে শিক্ষক বাবা মাওলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে মেয়ে কামরুন্নাহার নিছাকে পরীক্ষায় নকলের সহযোগিতার অভিযোগ উঠে। এ অভিযোগের প্রেক্ষিতে তালতলী উপজেলা নির্বাহী অফিসার তাকে পরীক্ষা কেন্দ্রের সকল দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছেন। মানবতার উল্টো খেসারত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কথায় আছেÑ সস্তার তিন অবস্থা। বেশি দামের স্থানীয় দিনমজুর না রেখে সস্তায় রোহিঙ্গা যুবককে কামলা হিসেবে রাখেন উখিয়া হলদিয়াপালং পাগলির বিল গ্রামের এনামুল হক। নির্যাতিত রোহিঙ্গা বলেই মানবতার খাতিরে আশ্রয় দেন তিনি এক রোহিঙ্গা যুবককে। সুযোগ বুঝে ওই রোহিঙ্গা যুবক গৃহকর্তার মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে অপহরণ ও লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায় করে ছেড়েছে। জানা যায়, ১ ফেব্রুয়ারি সকালে স্থানীয় শাহ আমানত সুন্নিয়া মাদ্রাসার (নুরানী) ছাত্র এমদাদুল হক মিশুকে অপহরণ করে নিয়ে যায় ঘরে আশ্রয় দেয়া রোহিঙ্গা যুবক। ছেলেকে কোথাও না পেয়ে উখিয়া থানায় জিডি করা হয়। ৫ দিনের মাথায় রবিবার সকাল ৯টায় লক্ষাধিক টাকা মুক্তিপণ নিয়ে নাইক্ষ্যংছড়ির স্টেশনে অপহৃত শিশু মিশুকে ফেরত দেয় অপহরণকারী রোহিঙ্গারা। অপহৃত শিশুর পিতা বলেন, তার ছেলেকে জীবিত ফেরত পাওয়ায় আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন তিনি। পাশাপাশি মিয়ানমার থেকে পালিয়ে আসা সন্ত্রাসী রোহিঙ্গাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ওই শিশুর পিতা।
×