ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওজনে কম ॥ সান্তাহার সাইলো থেকে গম সরবরাহ বন্ধ

প্রকাশিত: ০৪:২০, ৬ ফেব্রুয়ারি ২০১৭

ওজনে কম ॥ সান্তাহার সাইলো থেকে গম সরবরাহ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৬ ফেব্রুয়ারি ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার খাদ্য শস্য সাইলো থেকে গম পরিবহন বন্ধ করে দিয়েছে পরিবহন ঠিকাদার এ্যাসোসিয়েশন। ফলে দুই দিন ধরে সাইলো থেকে গম সরবরাহ কাজ বন্ধ রয়েছে। বেকার হয়ে পড়েছে অর্ধশতাধিক লোড আনলোডিং শ্রমিক। বাংলাদেশ কেন্দ্রীয় খাদ্য পরিবহন ঠিকাদার এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম স্বাক্ষরিত গম পরিবহন বন্ধ রাখা সংক্রান্ত নোটিস সাঁটিয়ে দেয়া হয়েছে সাইলো গেটের বাইরের গাছে ও বিভিন্ন প্রতিষ্ঠানের দরজা ও দেয়ালে। ওই নোটিসে বলা হয়েছে সিআরটিসি ঠিকাদার ও প্রতিনিধিদের জানানো যাচ্ছে যে, সান্তাহার সাইলো থেকে প্রেরণ করা প্রতি ট্রাকে ১৭০ থেকে ২০০ কেজি পর্যন্ত সীমা অতিরিক্ত ঘাটতি হওয়ার কারণে এবং কি কারণে ঘাটতি সংঘটিত হচ্ছে তা উদঘাটন করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাইলো থেকে ইস্যুকৃত মালামাল লোডিং বন্ধ থাকবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সকল ঠিকাদার ও প্রতিনিধিগণকে সমিতির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ওই সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। এ ব্যাপারে সান্তাহার সাইলো অধিক্ষক ইলিয়াছ হোসেন সাংবাদিকদের বলেন, ডিজিটাল পরিমাপ যন্ত্রের মাধ্যমে ওজন করে বুঝে দেয়া হচ্ছে। সাইলো গেট অতিক্রম করার পর ওজনে কম হল না বেশি হলো তার জন্য সাইলো কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী নয়। তবে এ বিষয়টি তাকেও লিখিতভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন।
×