ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে পোশাক শ্রমিককে খুন করে পালিয়েছে স্বামী

প্রকাশিত: ০৪:১৯, ৬ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুরে পোশাক শ্রমিককে খুন করে পালিয়েছে স্বামী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে নারী পোশাক শ্রমিককে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ রবিবার তার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। নিহতের নাম নুরীজা বেগম (২৫)। সে গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ উপজেলার বড়চাদর এলাকার আব্দুস সামাদের মেয়ে। নুরীজা কালিয়াকৈরের করণীনীট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিক। পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার কামাল পাশার বাড়িতে দ্বিতীয় স্ত্রী নুরীজা বেগমকে নিয়ে ভাড়া থাকত অটোরিক্সা চালক শাহীন আলম। বেশ কিছুদিন ধরেই তাদের মাঝে দাম্পত্য কলহ চলে আসছিল। ঝগড়া বিবাদের একপর্যায়ে শনিবার রাতে নুরীজাকে শ^াসরোধে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যায় তার স্বামী শাহীন। পরদিন রবিবার প্রতিবেশীরা তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বাউফলে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা, বাউফল থেকে জানান, পারিবারিক কলহের কারণে আমেনা বেগম (২০) নামের এক সন্তানের জননীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। বাউফলের ধুলিয়া ইউপির ঘুচরাকাঠি গ্রামে গ্রামে শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। নিহত আমেনা বেগমের মা রিজিয়া বেগম অভিযোগ করেন, তিন বছর আগে ওই গ্রামের মজিদ সরদারের ছেলে জুয়েল ব্যাপারীর সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। নাদিয়া নামের তাদের ঘরে ৪ মাস বয়সের এক কন্যা রয়েছে। ঘটনার দিন সকাল ১০টার দিকে তার জামাতা মোবাইল করে তার মেয়ের মৃত্যুর খবর জানান। খবর শুনে তিনি ওই বাড়িতে গিয়ে ঘরের মেঝেতে তার মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন। লাশের গলায় দাগ ছিল।
×