ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাবার চেখের সামনে মেয়ের জীবন কেড়ে নিল ট্রাক

প্রকাশিত: ০৪:১৮, ৬ ফেব্রুয়ারি ২০১৭

বাবার চেখের সামনে মেয়ের জীবন কেড়ে নিল ট্রাক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জন্মদিনের অনুষ্ঠান করা হলো না এক শিশু ছাত্রীর। জন্মদিনের ৮ দিন আগে রবিবার বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে স্কুল থেকে বাড়ি ফেরার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই শিশু নিহত হয়। তার নাম হিমা আক্তার সারা (৫)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকার ব্যবসায়ী সজল মিয়ার মেয়ে এবং স্থানীয় আউটপাড়া এলাকার হাতেখড়ি পাবলিক স্কুলের প্লে গ্রুপের পদ্মা শাখার ছাত্রী। জানা গেছে, রবিবার স্কুল ছুটির পর বেলা ১১টার দিকে মোটরসাইকেলে বাবার পেছনে বসে বাড়ি ফিরছিল হিমা। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের ইটাহাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা চৌরাস্তাগামী বালুভর্তি একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায় হিমা। এ সময় ট্রাকের চালক দ্রুতগতিতে পালাতে গিয়ে হিমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে ভাংচুর করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক শহীদুল্লাহ মিঠু জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি হিমার পঞ্চম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ওই দিন বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং লোকজনকে দাওয়াতও দেয়া হয়। জন্মদিনের অনুষ্ঠান নিয়ে হিমা ক’দিন ধরে বেশ উৎফুল্ল ছিল। কিন্তু সে অনুষ্ঠান করা হলো না তার। বিকেলে তাকে দাফন করা হয়। মান্দায় গরু ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, রবিবার দুপুরে মান্দায় ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে ইদ্রিস আলী (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত গরু ব্যবসায়ী উপজেলার হাটুইর গ্রামের বাসিন্দা। উপজেলার ফেরিঘাট থেকে মান্দা-নিয়ামতপুর আঞ্চলিক সড়ক দিয়ে ইদ্রিস আলী শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে গরু নিয়ে নিয়ামতপুর হাটে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে নিয়ামতপুর এলাকায় একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দিলে তা উল্টে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দাউদকান্দিতে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা দাউদকান্দি থেকে জানান, রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডের কাছে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক ব্যবসায়ী নিহত ও চার যাত্রী আহত হয়েছেন। নিহত বাসযাত্রী হাজী আবদুস সালাম (৬৫) ঢাকার মালিবাগের বাসিন্দা। উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হাজী আবদুস সালাম নিহত এবং পাঁচ যাত্রী আহত হন। ঝিনাইদহে কলেজ শিক্ষক নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, সড়ক দুর্ঘটনায় আফরোজ বেগম ববি (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত ও ১৫ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের দোকানঘর নামক স্থানে কুষ্টিয়াগামী গড়াই পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ হতা-হতের ঘটনা ঘটে। নিহত আফরোজা বেগম ঝিনাইদহের শৈলকুপা মহিলা কলেজের প্রভাষক ছিলেন। তিনি ঝিনাইদহ শহরের আরাপপুরের মানিক হোসেনের স্ত্রী।
×