ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৪:১৮, ৬ ফেব্রুয়ারি ২০১৭

  টু   ক  রো  খ   ব   র

বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশী আহত নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৫ ফেব্রুয়ারি ॥ দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশী আহত হয়েছে। শনিবার রাত ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তে বাংলাদেশীদের লক্ষ্য করে বিএসএফ গুলিবর্ষণ করলে মামুন, লিটন ও সুজন নামে ৩ বাংলাদেশী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহতদের মধ্যে মামুনের অবস্থা গুরুতর বলে স্থানীয়রা জানিয়েছে। এলাকাবাসী জানায়, সীমান্ত এলাকার ১০-১২ জনের একদল মাদক চোরাকারবারী ফেনসিডিল নিয়ে ভারত থেকে বিলগাথুয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে ভারতের পশ্চিমবঙ্গের হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ মাদক চোরাকারবারীদের লক্ষ্য করে পর পর ৫-৬ রাউন্ড গুলিবর্ষণ করে। গলদা চিংড়ির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ গলদা চিংড়ির ন্যায্য মূল্যে নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছেন চিংড়ি চাষী ও ব্যবসায়ীরা। রবিবার দুপুরে বারাকপুর মাছের পাইকারী বাজারের সামনে খুলনা-বাগেরহাট সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মোল্লা আব্দুল মতিন, বারাকপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, সাধারণ সম্পাদক হাওঃ রফিকুল ইসলাম, মাছ চাষী সুব্রত মজুমদার, নকিব জিল্লুর রহমান, নয়ন ফকির প্রমুখ। বক্তারা বলেন, এক হাজার টাকা কেজি দরের গলদা চিংড়ি এখন বিক্রি হচ্ছে ৫শ’ টাকা কেজি। ফলে গলদা চাষীদের খাবারের দামও উঠছে না। এভাবে চিংড়ির বাজারে ধস নামায় চাষীরা সর্বশ্বান্ত হতে চলেছে। এই শিল্পকে বাঁচাতে এখনই সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন তারা। এসআইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিভিন্ন অপরাধে জড়িত সোর্সদের নিয়ে মূর্তি উদ্ধারের কথিত ‘অভিযান’ করতে গিয়ে গোদাগাড়ীতে গণধোলাইয়ের পর গ্রেফতার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শকসহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে উপজেলার জয়েন হাসদা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার সিআইডির রাজশাহী জোনের এসআই এমএস মাহবুব আলী ছাড়াও অপর চারজনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে গ্রেফতার রয়েছে মহানগরীর কাদিরগঞ্জ এলাকার মৃত সিরাজ উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম, বালিয়াপুকুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আমিরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে আতিকুর রহমান। অন্যজন মাইক্রোবাসের চালক আল আমিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ তাকে ধরতে অভিযান শুরু করেছে। নানা অপকর্মে যুক্ত কথিত সোর্সদের সিআইডি সাজিয়ে নিয়ে গিয়ে প্রশাসনকে না জানিয়ে সিআইডির রাজশাহী জোনের এসআই এমএস মাহবুব আলী গোপনে মূর্তি উদ্ধারের গিয়ে গ্রেফতার হন। পুলিশ সূত্র জানায়, এমনিতেই প্রশাসনকে না জানিয়ে অভিযানে যায় মাহবুব। তার সঙ্গে ফোর্স না নিয়ে অপরাধী সোর্সদের সঙ্গে নেই। এছাড়া সিভিল গাড়ি ব্যবহার করে। ডিউটির বাইরে অন্য কোন স্বার্থে এ অভিযানে যাওয়ায় তার বিরুদ্ধেও মামলা রেকর্ড করা হয়েছে। তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে বলে জানা গেছে। প্রসঙ্গত, শুক্রবার রাতে উপজেলার মা-ইল গ্রামের জয়েন হাসদা নামে এক আদিবাসীর বাড়িতে অভিযানে গিয়ে জনতার প্রতিরোধে আটক হন সিআইডির এসআইসহ অপর চারজন। বিএনপির ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ২০১৫ সালে হরতাল-অবরোধ চলাকালে পেট্রোল বোমা হামলায় নিহত পান ব্যবসায়ী গনেশ দাস হত্যা মামলায় জেলা বিএনপির ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোরশেদ আলম বিএনপির ৪৪ নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারি পরোয়ানা নেতাকর্মীদের মধ্যে রয়েছেনÑ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রাশেদুল হাসান রঞ্জন, পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, সাধারণ সম্পাদক মুন্সি আলম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক শ্রী অমর কৃষ্ণ দাস। জানা যায়, ২০১৫ সালের ৩১ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে সদর উপজেলার রামগাতিতে পেট্রোল বোমা হামলায় নিহত হন পান ব্যবসায়ী গনেশ দাস। এই অভিযোগে বিএনপি-জামায়াত, ছাত্রদল-ছাত্রশিবির, যুবদলের ১২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন। বগুড়ায় ১২ লাখ টাকা ছিনতাই স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ রবিবার সকালে শহরের নারুলী এলাকায় এক ফ্লাওয়ার মিলের পৌনে ১২ লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারীদের হামলায় ওই প্রতিষ্ঠানের অফিস সহকারী আবুল কাশেম (৩৫) গুরুতর আহত হয়। তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের আকাশতারা এলাকার সুমন ফ্লাওয়ার মিলের ম্যানেজার মামুনুর রশিদ ও অফিস সহকারী আবুল কাশেম জনতা ব্যাংক কর্পোরেট শাখায় টাকা জমা দেয়ার জন্য মোটরসাইকেলে টাকা ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন। পথে নারুলি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় কয়েকজন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায় এবং লাঠি দিয়ে আঘাত করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এতে অফিস সহকারী লাঠির আঘাতে আহত হয়। ছিনতাইকারীদের মুখ ঢাকা ছিল। তারা দ্রুত টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। সুমন ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী পরিমল সিং জানিয়েছেন, ব্যাগে ১১ লাখ ৭৬ হাজার টাকা ছিল। দুই হত্যা মামলায় আটক ১১ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বানারীপাড়া ও বাকেরগঞ্জ উপজেলায় একইদিনে নববধূসহ দুইজনকে হত্যার ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে। আটককৃতদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বাকেরগঞ্জ থানার ওসি আজিজুর রহমান এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার খেজুরা ভরপাশা গ্রামে ভাতিজাদের হাতে নিহত চাচা নিতাই চন্দ্র শীল খুনের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার হত্যাকা-ের পর ওইদিন রাতে নিহতের স্ত্রী মুকুল রানী শীল বাদী হয়ে মামলা দায়ের করার পর এজারহারভুক্ত আসামি নিহতের ভাতিজা খোকন, সজল, ইন্দ্র ও মাধব চন্দ্র শীলকে আটক করা হয়। বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক খান মামলার অভিযোগের বরাত দিয়ে জানান, দুই মাস আগে উপজেলার বেতাল গ্রামের শামীম হাওলাদারের সঙ্গে বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামের মোশারেফ খানের কন্যা দিলরুবার বিয়ে হয়। ঘটনার দিন শুক্রবার দিলরুবা দম্পতি এবং তার মেঝ ননদ দম্পতি পার্শ¦বর্তী ছলিয়াবাকপুর গ্রামের বড় ভাসুরের বাড়িতে বেড়াতে যায়। ওইদিন রাতে তারা নরোত্তমপুর গ্রামে স্থানীয় একটি মেলায় যায়। মেলা মাঠ থেকে নিরুদ্দেশ হয় দিলরুবা। রাত ১১টার দিকে মেলার পার্শ্ববর্তী নির্জন রাস্তার পাশ থেকে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করা গৃহবধূ দিলরুবার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দিলরুবার স্বামী শামীম হাওলাদার, শ্বশুর আলম হাওলাদার, শাশুড়ি মনোয়ারা বেগম, বড় বোন শিল্পী বেগম, মেঝ বোনজামাতা আল-আমিন এবং দেবর সুমন এবং লাশ উদ্ধারের সময় সন্দেহজনকভাবে বরিশালের জুয়েলারি দোকানের কর্মচারী সুমনকে আটক করে পুলিশ। ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ ফেব্রুয়ারি ॥ নাটোরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় মনিরুজ্জামান মনির (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এছাড়া অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রবিবার বিকেল নাটোর জেলা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় দেন। এছাড়া ধর্ষিতার ছেলে সন্তানের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত যাবতীয় খরচ সরকারকে বহনের জন্য নির্দেশ দেন বিচারক। দ-প্রাপ্ত মনিরুজ্জামান মনির লালপুর উপজেলার ধুপইল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি মনিরুজ্জামান মনির একই এলাকার ওই ছাত্রীকে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াত। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের প্রলোভনে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে মনিরুজ্জামান মনির। বিএমএ’র সমাবেশে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে চিকিৎসকদের চরিত্র হনন ও বারবার ব্যর্থতান দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বাগেরহাটে চিকিৎসকরা সমাবেশ করেছে। রবিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাগেরহাট বিএমএ আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানান চিকিৎসকরা। এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ের প্রশ্নপত্রে উদ্দেশ্যমূলকভাবে চিকিৎসকদের চরিত্র হননের মাধ্যমে মর্যাদা ক্ষুণœœকারীদের শাস্তি এবং ব্যর্থতার দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করে বাগেরহাট বিএমএ ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএমএ। সমাবেশে বক্তব্য দেনÑ বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ অরুণ চন্দ্র ম-ল, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মতিন আকন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম, ম্যাটসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ লুৎফুল কবির, টিএইচএ সমীর কান্তি পাল, অসীম কুমার, সদর হাসপাতালের আরএমও মোশারেফ হোসেন, ডাঃ অনিল কু-ু প্রমুখ। হত্যা মামলার দ্রুত বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার দক্ষিণ ঝাড়গাঁও দেবীডাঙ্গী এলাকার এরশাদ হত্যা মামলায় ন্যায়বিচার ও আসামির হয়রানি মামলা প্রত্যাহার দাবিতে রবিবার ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক হলরুমে সংবাদ সম্মেলন করেছে এরশাদের স্ত্রী তাসলিমা। সংবাদ সম্মেলনে নিহত এরশাদের স্ত্রী দুই সন্তানের জননী তাসলিমা লিখিত বক্তব্যে বলেন, ২০১৫ সালের ১ ডিসেম্বর দেবীডাঙ্গী এলাকার আজিবুল হকের ছেলে এরশাদ জমি জমার বিরোধে খুন হয়। পরে এরশাদের স্ত্রী তাসলিমা বাদী হয়ে মশিউর রহমান (২৩), ফকরুল, হাসান রিউলসহ ১৪ জনের বিরুদ্ধে রুহিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে বাদীকে হয়রানি করার লক্ষ্যে আসামিপক্ষ অপর একটি মামলা দায়ের করে। তাসলিমা অভিযোগ করেন, আসামিরা পুলিশকে উৎকোচ দিয়ে তাদের মামলার পক্ষে প্রতিবেদন দাখিল করেছে। এছাড়া এরশাদ হত্যা মামলার প্রকৃত ৭ জন আসামিকে পুলিশ চার্জশিট থেকে অব্যাহতি প্রদান করেছে। আসামিদের দায়েরকৃত মামলার কারণে বাদীপক্ষ এখন ঘরছাড়া এবং একটি মহল হত্যা মামলাটি প্রত্যাহারের জন্য প্রতিনিয়িত বাদীকে হুমকি প্রদান করছে। এ অবস্থায় এরশাদ হত্যা মামলার প্রকৃত আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ও মিথ্যা মামলা প্রত্যাহের আহ্বান জানান নিহত এরশাদের স্ত্রী । আওয়ামী লীগ নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত নায়েক আব্দুল কাদেরকে রবিবার সকালে পুলিশ গ্রেফতার করেছে। বিদ্যুত বিল বকেয়া সংক্রান্ত মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। ২০০৪ সালে বিদ্যুত বিল সংক্রান্ত মামলা হওয়ার পর থেকে তিনি কোর্টে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আগুনে ৬ বিঘা জমির পান বরজ ও আখ ক্ষতিগ্রস্ত নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৫ ফেব্রুয়ারি ॥ কালীগঞ্জে আগুনে ৬ বিঘা জমির আখ ও পানবরজ পুড়ে গেছে। রবিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর ও শালিকা গ্রামের মাঠে আগুনের ঘটনা ঘটে। আগুনে শালিকা গ্রামের মোনতাজ আলী, আব্দুল আলিম, খোকন, রবিউল, ইসরাইল হোসেন এবং নরেন্দ্রপুর গ্রামের সাবদার হোসেনের ৬ বিঘা জমির আখ ও পানবরজ পুড়ে ছাই হয়ে যায়। আখ ও পানবরজে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিযন্ত্রণে আনা হয়। আগুনে ৬ বিঘা জমির পান ও আখ সম্পন্নভাবে পুড়ে গেছে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ দক্ষিণ সুরমার মোমিনখলায় ট্রেনে কাটা পড়ে কানাই বাবু (৪৮) নিহত হয়েছে। তিনি শিববাড়ী পৈত্তপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। রবিবার সকালে ঢাকাগামী জৈয়নিন্তকা ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। বাংলাদেশী যুবককে হস্তান্তর নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৫ ফেব্রুয়ারি ॥ ভারতের কারাগারে সাজাভোগের পর শেরপুর সীমান্তে রবিকুল ইসলাম নামে এক বাংলাদেশী যুবককে হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে ওই যুবককে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় পুলিশ। ওইসময় ভারতীয় পুলিশের পক্ষে সাব-ইন্সপেক্টর ডি হাজং উপস্থিত ছিলেন। রবিকুলের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা গ্রামে। দুই শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ৫ ফেব্রুয়ারি ॥ বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুড়দিয়া গ্রামে দুই শতাধিক বিএনপির নেতাকর্মী আ’লীগে যোগদান করেছেন। জানা যায় শনিবার সন্ধ্যায় গুড়দিয়া গ্রামের ৬নং ওয়ার্ড বিএনপি শাখাওয়াত হোসেন টিটুর বাড়িতে উপজেলা বিএনপির সদস্য কাজী মোশারফ হোসেন, যুবদল নেতা আ. মাজেদ ও গুড়দিয়া ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন টিটুর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুলের গলায় ফুলের মালা পরিয়ে আ’লীগে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে শাখাওয়াত হোসেন টিটুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল। সোনার দোকানে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়া কোটবাজার স্টেশনে একটি সোনার দোকানে অগ্নিকা-ের ঘটনায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। লোহাগড়ার বাসিন্দা বাবুল দীর্ঘদিন ধরে ফজল মার্কেটে গোল্ড হেভেন নামে একটি স্বর্ণের দোকানে ব্যবসা করে আসছিল। প্রতিদিনের ন্যায় বাসায় চলে যান তিনি।
×