ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হরিণের চামড়া ও মাথাসহ মাংস জব্দ

প্রকাশিত: ০৪:১৭, ৬ ফেব্রুয়ারি ২০১৭

হরিণের চামড়া ও মাথাসহ মাংস জব্দ

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৫ ফেব্রুয়ারি ॥ পাথরঘাটায় হরিণের চামড়া ও মাথাসহ ১২০ কেজি মাংস জব্দ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিষখালী নদী সংলগ্ন নিশানবাড়িয়া ঘাট থেকে কোস্টগার্ড সদস্যরা একটি নাম বিহীন ট্রলারসহ ওই মাংস জব্দ করে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেনেন্ট হাসানুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে বিষখালী নদীতে ধাওয়া করে নিশানবাড়িয়া ঘাট থেকে একটি ট্রলারসহ হরিণের ১২০ কেজি মাংস জব্দ করা হয়। ওই মাংসের মধ্যে হরিণের চারটি মাথা ও তিনটি চামড়া রয়েছে। ধারণা করা হয় সুন্দরবনের বেশ কয়েকটি হরিণ শিকার করে হরিণের মাংস, চামড়া ও মাথা বিক্রির জন্য লোকালয়ে নিয়ে আসতে ছিল।
×