ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অগ্নিকা-ে ২২ ঘর ও গুদাম ভস্মীভূত

প্রকাশিত: ০৪:১৬, ৬ ফেব্রুয়ারি ২০১৭

অগ্নিকা-ে ২২ ঘর ও গুদাম ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পৃথক অগ্নিকা-ে ২২টি বসতঘর, শুঁটকিপট্টি এবং বিদ্যুত ও ইন্টারনেটের কেবল ভস্মীভূত হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, নগরীর কোতোয়ালি থানার খলিফাপট্টি এলাকায় আগুনে পুড়েছে ২২টি বসতঘর। বেলা সোয়া ১১টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। নগরীর আসাদগঞ্জ এলাকায় রবিবার সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগে শুঁটকি ও সাবানের গুদাম, লবণ কারখানা এবং বস্তিঘরে। এদিকে, একই দিনে নগরীর আসকারদীঘির পাড় এলাকায় আগুনে পুড়েছে বৈদ্যুতিক ও ইন্টারনেট কেবল। বৈদ্যুতিক খুঁটি ও তারে আগুনের সূত্রপাত হলে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাটকা জব্দ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৫ ফেব্রুয়ারি ॥ কালকিনি উপজেলার মিয়ারহাট বাজারে অবৈধ জাটকা বিক্রিকালে মাদারীপুর র‌্যাব ৮ অভিযান চালিয়ে রবিবার সকালে ৭টন জাটকাসহ জসিম উদ্দিন মামুন ও মারফত আলি নামের তিন ব্যবসায়ীকে আটক করেছে। র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। উপজেলা সহকারী কমিশন (ভূমি) শরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত তাদের ৫ হাজার টাকা করে জরিমানা করেন। পরে জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় বণ্টন করা হয়েছে।
×