ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুবলীগ নেতা হত্যা ॥ খুলনায় বিক্ষোভ, গ্রেফতার ১

প্রকাশিত: ০৪:১৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭

যুবলীগ নেতা হত্যা ॥ খুলনায় বিক্ষোভ, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ফুলতলা উপজেলায় ফুলতলা ইউনিয়ন যুবলীগ নেতা জনি মোল্লা হত্যাকা-ের ঘটনায় ৮ জনকে আসামি করে শনিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। নিহত জনির পিতা ইউসুফ মোল্লা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে ফুলতলা থানায় এই মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে। তার নাম পলাশ শেখ। এদিকে জনি মোল্লা হত্যাকা-ের প্রতিবাদে স্থানীয় যুবলীগের একাংশের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদানসহ তিনদিনের কর্মসূচী নেয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশনের পার্শ্ববর্তী একটি ক্লাবের কাছে স্থানীয় যুবলীগের নেতা সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি জনি মোল্লাকে দুর্বৃত্তরা কাছ থেকে গুলি ও বোমা নিক্ষেপ করে। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জনির বাবা ঢাকুরিয়া গ্রামের ইউসুফ মোল্লা শনিবার রাতে বাদী হয়ে মেহেদী আনাম রঞ্জু, কাজী জহির রায়হান, কাজী টিটু, শেখ আসলাম হোসেন, শেখ আলিমুল, রকিবুল ইসলাম, পলাশ শেখ ও সোবাহান মোল্লাকে আসামি করে মামলা দায়ের করেছেন। এদের মধ্যে প্রধান আসামি মেহেদী আনাম রঞ্জু ছাত্রলীগের বহিষ্কৃত নেতা বলে জানা গেছে।
×