ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনে হামলা মামলা নীলফামারীতে ১১৩ আসামি কারাগারে

প্রকাশিত: ০৪:১৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭

ইউপি নির্বাচনে হামলা মামলা নীলফামারীতে ১১৩ আসামি কারাগারে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের ওপর হামলার ঘটনার মামলায় নীলফামারীতে এক পরাজিত ইউপি সদস্যসহ ১১৩ আসামি আটক হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় ওই আসামিরা এক সঙ্গে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকরাম হোসেন তাদের জামিন নাকচ করে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করে। এ সময় আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। এরপর পুলিশের বিশেষ পাহারায় ১১৩ আসামি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। জানা যায়, ২০১৬ সালের ৪ জুন ষষ্ঠ দফায় সৈয়দপুর উপজেলার দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও গগনার পর ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ১২ নম্বর চওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার খলিলুর রহমান সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করে। এতে ওই ওয়ার্ডের ইউপি সদস্য পদে ৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হন মোরগ প্রতীকের আজিজুল হক। আর ৯২৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তালাচাবি প্রতীকের ফজলুল হক। এতে ৭১ ভোটের ব্যবধানে পরাজিত হয়ে ক্ষিপ্ত হয়ে উঠে ফজলুল হকসহ তার সমর্থকরা। তারা পুনরায় ভোট গগনার দাবি তুলে বিক্ষোভ করতে থাকে। এ সময় পুলিশ পাহারায় উক্ত ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্তকর্তারা পিকআপযোগে ভোটের ফলাফলসহ ভোট গ্রহণের সরঞ্জামাদি নিয়ে সৈয়দপুর উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে ফিরে আসছিল। পথে পরাজিত ইউপি সদস্য ফজলুল হকসহ তার সমর্থকরা তাদের ওপর হামলা চালিয়ে পিকআপ ভাংচুর করে এবং ভোটের ব্যালট ছিনতাইয়ের চেষ্টা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড রাবাব বুলেট ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়।
×