ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ভার্সিটি ছাত্রকে মাদক বিক্রেতা বানানোর চেষ্টা

প্রকাশিত: ০৪:১৩, ৬ ফেব্রুয়ারি ২০১৭

কুমিল্লায় ভার্সিটি ছাত্রকে মাদক বিক্রেতা বানানোর চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৫ ফেব্রুয়ারি ॥ আরমান হোসেন নামের ভার্সিটির এক ছাত্রকে মাদক ব্যবসায়ী বানিয়ে পুলিশে সোপর্দের চেষ্টা করেছে প্রভাবশালী একটি চক্র। জমি দখলের উদ্দেশ্যে ন্যাশনাল ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে (এনআইইটি) পড়ুয়া ওই ছাত্রকে জেলার মুরাদনগর উপজেলার কামাল্লার নিজ গ্রামে মাদক ও অস্ত্র বিক্রেতা বানানোর এ চেষ্টা চালানো হয় এবং তার বাড়িঘর ভাংচুর করা হয়। ওই ছাত্র মা নাসিমা বেগম শনিবার রাতে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছেন। জানা যায়, জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের আবুল বাসার মুন্সির ছেলে আরমান হোসেন ন্যাশনাল ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে অধ্যয়ন করছেন। সম্প্রতি ওই শিক্ষার্থীর পরিবারের কিছু সম্পত্তি দখলের লক্ষ্যে ওই এলাকার আক্তার হোসেন মুন্সি ও মেহেদী হাসান ও মেজবাহ উদ্দিনের নেতৃত্বে একটি চক্র পাঁয়তারা করে আসছিল। এর মধ্যে ৩১ জানুয়ারি আরমানের ঘরে কিছু ইয়াবা রেখে কুমিল্লা ডিবি পুলিশকে খবর দেয় ওই চক্র। খবর পেয়ে ডিবির এসআই আশিকুর রহমান কামাল্লা গ্রামের বাড়িতে গিয়ে ওই ছাত্রকে আটক করলেও পরক্ষণে ঘটনাটি সাজানো নাটক বুঝতে পেরে তাকে ছেড়ে দেন। আরমান ও তার মা নাসিমা সাংবাদিকদের জানান, ডিবি পুলিশ চলে যাওয়ার পর ওই চক্র তার বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে লুটপাট চালায়। বর্তমানে ওই চক্রটি মাদক ও অস্ত্র বিক্রেতা বানিয়ে তাকে হয়রানির চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়। ডিবির এসআই আশিকুর রহমান জানান, ইয়াবা রেখে মিথ্যা খবর দিয়ে আরমান হোসেন নামে এক ছাত্রকে ধরিয়ে দিতে চেয়েছিল একটি চক্র।
×