ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত পাঠানোর প্রয়োজন নেই ॥ দুতের্তে

প্রকাশিত: ০৩:২৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত পাঠানোর  প্রয়োজন নেই ॥ দুতের্তে

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, যুক্তরাষ্ট্রে আপাতত তার দেশের কোন রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার প্রয়োজন মনে করছেন না তিনি। শনিবার দাভাও নগরীতে ভাষণ দেয়ার সময় এ কথা বলেন তিনি। খবর ওয়েবসাইটের। দুতের্তে বলেন, যুক্তরাষ্ট্রে ফিলিপিন্সের কোন রাষ্ট্রদূত নেই, সেখানে কোন রাষ্ট্রদূত পাঠানো হবে না। অবশ্য এ বক্তব্যের কোন ব্যাখ্যা দেননি দুতের্তে। যুক্তরাষ্ট্রে ফিলিপিন্সের রাষ্ট্রদূতের পদটি গত সাত মাস ধরে শূন্য হয়ে আছে। উপ রাষ্ট্রদূতের নেতৃত্বে সেখানকার ফিলিপিন্সের দূতাবাস কর্মকা- অব্যাহত রেখেছে। দুতের্তে এর আগে কয়েক দফা যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার চেষ্টা করেছেন কিন্তু প্রার্থীরা নানা কারণে তা প্রত্যাখ্যান করেছেন। ফিলিপিন্সের প্রধান প্রেটোকল কর্মকর্তা মার্সিয়ানো পেনোরকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত করার চেষ্টা করা হয়েছিল। তবে আসিয়ান সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে ব্যস্ত থাকায় তার যাওয়া সম্ভব হয়নি এবং পদটি খালি রয়েছে। গত ডিসেম্বরে দৈনিক স্টারের কলামিস্ট ম্যানুয়েল বেব রোমুয়ালদেজকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। প্রথমে তিনি এ পদ গ্রহণে সম্মত হলেও পরে চোখের সমস্যা দেখিয়ে দায়িত্ব নিতে অস্বীকার করেন রোমুয়ালদেজ।
×