ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জামাত-উদ দাওয়ার কর্মকাণ্ড শুরু নতুন সংগঠনের ব্যানারে

প্রকাশিত: ০৩:২৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭

জামাত-উদ দাওয়ার কর্মকাণ্ড  শুরু নতুন সংগঠনের ব্যানারে

নিষিদ্ধ ঘোষিত জামাত-উদ দাওয়া (জেইউডি) এক প্রচলিত কৌশল গ্রহণ করে এর বিরুদ্ধে সরকারী অভিযান এড়িয়ে যেতে চাইছে এবং সংগঠনের প্রধান হাফিজ সাঈদ তার সংগঠনকে তেহরিক আজাদি জম্মু ও কাশ্মীর (টিএজেকে) হিসেবে তুলে ধরতে চাইছেন। এমন ধারণা দেয়া হচ্ছে যে, টিএজেকে কাশ্মীর আন্দোলন সংক্রান্ত একটি সংগঠন। টিএজেকে রবিবার কাশ্মীর দিবসে কাশ্মীরে জিহাদের সমর্থনে বিভিন্ন কর্মসূচী দেবে বলে কথা রয়েছে। এ উদ্যোগ জেইউডিয়ের কর্মকা-ের ওপর নিষেধাজ্ঞা ও সাঈদের গৃহবন্দীর বিরুদ্ধে দৃশ্যত এক চ্যালেঞ্জ। খবর টেলিগ্রাফ অব ইন্ডিয়া অনলাইনের। পাকিস্তান জেইউডিয়ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়ায় এবং জাতীয় স্বার্থে এ পদক্ষেপ নেয়া হবে, সেনাবাহিনীর এ উক্তির কয়েকদিন পর সংগঠনটি নতুন করে আবির্ভূত হচ্ছে। লস্কর-ই-তাইয়েবার সঙ্গে সম্পৃক্ত জেইউডি ভারতে ২৬/১১য়ের হামলা ও অন্যান্য সন্ত্রাসের জন্য দায়ী। নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে নতুন ছদ্মনামে আবির্ভূত করা পাকিস্তানে এক সাধারণ ব্যাপার এবং এ ধরনের সংগঠনগুলো পাকিস্তান কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেও সরকার এগুলোর বিরুদ্ধে যথার্থ সময়ে কোন পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় জম্মু ও কাশ্মীরে প্রক্সি লড়াইয়ে পাকিস্তানী সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সহযোগী হাফিজ সাঈদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ বিষয়ে সন্দেহ দেখা দেবে। ভারত জোর দিয়ে বলে আসছে যে সাঈদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেয়া প্রয়োজন পাকিস্তানের। ২৬/১১ য়ের সন্ত্রাসের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ রয়েছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে দেশটিকে। নতুন নামকরণে যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে কিনা এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজয়ের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কিনা সে ব্যাপারে প্রশ্নও দেখা দেবে। জেইউডি ও ফালাহ-ই-ইনসানিয়াৎ ফাউন্ডেশন (এফআইএফ) আদালতে সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এবং টিএজেকেয়ের ব্যানারে কর্মকা- শুরু করেছে লাহোরের শাহদারা চক, মুন মার্কেট ও ইকবাল টাউনে। এলইটি ২০০২য়ে নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর এ গ্রুপ ও সাঈদ জামাত উদ-দাওয়ার ব্যানারে কর্মকা- শুরু করে।
×