ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট মিনস্টারে ভাষণ দেয়ার সম্মান মিলবে কি ট্রাম্পের?

প্রকাশিত: ০৩:২৩, ৬ ফেব্রুয়ারি ২০১৭

ওয়েস্ট মিনস্টারে ভাষণ দেয়ার সম্মান মিলবে কি ট্রাম্পের?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেন সফর করার কথা রয়েছে। সফরকালে দেশটির পার্লামেন্টের সবচেয়ে পুরাতন ভবনে ভাষণ দেয়ার সম্মান তার ভাগ্যে নাও জুটতে পারে। পার্লামেন্টের কর্তাব্যক্তিরা এখানে ট্রাম্পের ভাষণ দেয়ার বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। সানডে টেলিগ্রাফ জানতে পেরেছে, কমন্স সভার স্পীকার জন বারকো ট্রাম্পের সম্ভাব্য ভাষণের বিষয়ে এমপিদের নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এখন এগারো শতাব্দীতে নির্মিত ওয়েস্ট মিনিস্টার হলের পরিবর্তে এর আট শ’ বছর পরে নির্মিত রয়্যাল গ্যালারিতে ভাষণের ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ব্রিটেন সফর করেছিলেন তখন এমপিদের উদ্দেশে ওয়েস্ট মিনস্টার হলে সম্মানজনক ভাষণ দিয়েছিলেন। তবে বর্তমান পদক্ষেপ ট্রাম্পের প্রতি বড় ধরনের তিরস্কার হিসেবে বিবেচনা করা হবে। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, জন বারকো ঠিক করবেন ঠিক কোথায় এ ভাষণ হবে। তিনিই এমপিদের উদ্বেগের মাত্রায় সন্তুষ্ট নন। দেড় শ’ জনের বেশি এমপি (প্রায় এক-চতুর্থাংশ) ট্রাম্পকে পার্লামেন্টে ভাষণ দেয়ার সুযোগ না দেয়ার জন্য একটি প্রস্তাবে স্বাক্ষর করেন। এতে স্বাক্ষরকারীরা মুসলিমপ্রধান দেশের শরণার্থীদের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা এবং নারীদের প্রতি তার মন্তব্যে নিন্দা জানানো হয়। এ প্রস্তাবের পক্ষের লেবার এমপি স্টিফেন ডাউটি বলেন, ট্রাম্পকে ওয়েস্ট মিনস্টার হলে ভাষণ দেয়ার সুযোগ না দেয়া হলে তা হবে পার্লামেন্টের মান ও নীতির জন্য একটি জয়। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, মিয়ানমারের তৎকালীন বিরোধীদলীয় নেতা আউং সান সুচি ও পোপ ষোড়ষ বেনেডিক্টকে ওয়েস্ট মিনিস্টার হলে সম্মানজনক ভাষণ দেয়ার সুযোগ দেয়া হয়েছিল। শ্রদ্ধা প্রদর্শনের জন্য এখানেই স্যার উইনস্টন চার্চিলের মরদেহ রাখা হয়েছিল। ট্রাম্পের টিম ব্রিটেনের সরকারী কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনায় ইঙ্গিত দিয়েছিল, ট্রাম্প তার রাষ্ট্রীয় সফরে ঠিক সেই লালগালিচা সংবর্ধনা চান যেমনটি দেয়া হয়েছিল বারাক ওবামাকে। কিন্তু ওয়েস্ট মিনিস্টার হলে ভাষণ দেয়ার সুযোগের বিষয়ে এমপিদের নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে বারকো ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করলে সে আশায় এখন গুড়েবালি হতে পারে। তিন প্রধান ব্যক্তি বারকো, লর্ড সভার স্পীকার লর্ড ফোলার ও রানীর পক্ষে লর্ড গ্রেট চেম্বারলেন সিদ্ধান্ত নেবেন, কোন্ রুমটি বেছে নেয়া যায়। যতদূর জানা গেছে, কমিটি এখন ১৯ শতকে নির্মিত রয়্যাল গ্যালারিকে বেছে নেয়ার পথে হাঁটছে। এখানেই ট্রাম্পকে ভাষণ দেয়ার ব্যবস্থা করা হবে। Ñটেলিগ্রাফ
×