ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার যাত্রীর বেল্টের বকলেসে ২৩ সোনার বার

প্রকাশিত: ০৮:১১, ৫ ফেব্রুয়ারি ২০১৭

এবার যাত্রীর বেল্টের বকলেসে ২৩ সোনার বার

স্টাফ রিপোর্টার ॥ এবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাসুদ নামে এক যাত্রীর বেল্টের ৩-৪ ইঞ্চি বকলেসের মধ্য থেকে ১৭ লাখ টাকার স্বর্ণ বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এরআগে কখনও পেটের ভেতর, কখনও পায়ুপথে আবার কখনও স্যান্ডেলের ভেতর থেকে স্বর্ণের বার আনা হয়েছিল। শনিবার সকালে অভিনব পন্থায় বেল্টের বকলেসের ভেতর স্বর্ণ ঢুকিয়ে এনেছিলেন বরিশালের মাসুদ নামে এক যাত্রী। পরে শুল্ক গোয়েন্দাদের জালে সেটি ধরা পড়ে যায়। পরে ওই যাত্রীকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, মাসুদ নামে ওই যাত্রী সকালে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের বিজি-০৮৭ ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ইমিগ্রেশন করে ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে ঘোষণা প্রদান না করে গ্রিন চ্যানেল ত্যাগ করছিলেন ওই যাত্রী। গোয়েন্দারা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে তার দেহ ও ব্যাগ তল্লাশি করেন। পরে ওই যাত্রীর কোমরের বেল্টের বকলেস এবং ট্রলি ব্যাগের বডি নির্মাণে ব্যবহৃত রডের ভেতর সোনার বারগুলো ২৩ টুকরা অবস্থায় পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের পরিমাণ ৩৭০ গ্রাম। যার অনুমানিক মূল্য ১৭ লাখ টাকা। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে ওই যাত্রী দাবি করেন, তিনি মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করেন। রফিক নামের তার প্রতিবেশীর বেল্ট ও ব্যাগটি পৌঁছে দেয়ার জন্য বহন করছিলেন। ভেতরে কি আছে তা তিনি জানেন না।
×