ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে বইয়ের মোড়ক উন্মোচন

‘বাংলাদেশ ও জাতিসংঘ একই সূত্রে গাঁথা’

প্রকাশিত: ০৭:৫২, ৫ ফেব্রুয়ারি ২০১৭

‘বাংলাদেশ ও জাতিসংঘ একই সূত্রে গাঁথা’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ‘জাতিসংঘ ও বাংলাদেশ উন্নয়নে অংশীদার’ এবং ‘ইউনাইটেড নেশন’স এ্যান্ড বাংলাদেশ বিল্ডিং এ বেটার ওয়ার্ল্ড’, বই দুটির মোড়ক উন্মোচিত হয়েছে। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী লেকচার থিয়েটার ভবনে এক অনুষ্ঠানে বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। বই দুটির লেখক জাতিসংঘের তথ্য বিভাগের সাবেক অফিসার ইনচার্জ কাজী আলী রেজা। বইটি হোপ মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কাজী আলী রেজা, মাল্টিমিডিয়ার প্রকাশক সন্তু সাহা প্রমুখ। গোলাম রহমান বলেন, বাংলাদেশ ও জাতিসংঘ একই সূত্রে গাঁথা। এজন্য বাংলাদেশের মানুষকে জাতিসংঘ সম্বন্ধে অবশ্যই জানতে হবে। জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনিসেফ, ইউনেস্কো ইত্যাদি রয়েছে। এসব সম্পর্কে আমাদের দেশের ছাত্রছাত্রীদের জানা প্রয়োজন। আর জানতে হলে জাতিসংঘ ও বাংলাদেশ উন্নয়নে অংশীদার বইটা পড়া প্রয়োজন। তিনি আরও বলেন, যখন কোন জাতি সংকটের মধ্যে থাকে তখন জাতিসংঘ তাদের সে সংকট থেকে উত্তরণের জন্য সাহায্য করে। কিন্তু আজকের রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ তেমন আশাব্যাঞ্জক ভূমিকা রাখতে পারছে না। এজন্য আমাদের চাওয়া, জাতিসংঘ এই অবস্থা থেকে বের হয়ে এসে সংকটাপন্ন জাতিকে সাহায্য করুক। আরেফিন সিদ্দিক বলেন, কাজী আলী রেজা দীর্ঘদিন জাতিসংঘের তথ্য বিভাগে কাজ করেছেন। তার এই কাজের মাধ্যমে যে অভিজ্ঞতা হয়েছে তারই প্রতিফলন তিনি এই বইয়ে বর্ণনা করেছেন। এ বই পড়লে আমাদের শিক্ষার্থীরা জাতিসংঘ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবে বলে আমি মনে করি। কাজী আলী রেজা বলেন, জাতিসংঘে কাজ করার সময়ে অর্জিত অভিজ্ঞতা তরুণ প্রজন্মকে জানাতে তিনি এই বই লিখেছেন বলে উল্লেখ করেন।
×