ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংলিশ প্রিমিয়ার লীগ

আর্সেনালকে উড়িয়ে দিল চেলসি

প্রকাশিত: ০৬:০১, ৫ ফেব্রুয়ারি ২০১৭

আর্সেনালকে উড়িয়ে দিল চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ থামছেই না চেলসি। ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) এবার দুর্দান্ত গতিতে ছুটছে তারা। শনিবার আর্সেনালের বিপক্ষেও বড় জয় পেয়েছে এ্যান্তনিও কন্তের দল। নিজেদের মাঠে এদিন চেলসি ৩-১ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে শক্তিশালী আর্সেনালকে। এই জয়ের ফলে লীগ টেবিলের শীর্ষস্থানটা আরও সুসংহত হলো ব্লুজদের। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই এদিন দুর্দান্ত খেলতে থাকে ব্লুজরা। প্রথমার্ধের ১৩ মিনিটে দুর্দান্ত এক গোল করে চেলসিকে এগিয়ে দেন মার্কোস এ্যালানসো। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও জ্বলে ওঠে কন্তের দল। ম্যাচের ৫৩ মিনিটে ব্লুজদের ব্যবধান দ্বিগুণ করেন ইডেন হ্যাজার্ড। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে চেস ফ্যাব্রিগাস গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল স্বাগতিক সমর্থকরা। কিন্তু অতিরিক্ত সময়ে আর্সেনালের হয়ে সান্ত¡নার এক গোল করেন অলিভিয়ের জিরাউড। এর ফলে ৩-১ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় আর্সেন ওয়েঙ্গারের দলকে। জাতীয় থ্রোবল শুরু স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ থ্রোবল এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শনিবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন দ্বিতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতা-২০১৭’। পল্টন মাঠে তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এবং বাংলাদেশ থ্রোবল এ্যাসোসিয়েশনের সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর ও বাংলাদেশ থ্রোবল এ্যাসোসিয়েশনের ট্রেজারার আশিক-আল-মামুনসহ অন্যরা। উদ্বোধনী দিনে বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়। এরমধ্যে পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ ২-০ সেটে হারিয়েছে সাউথ পয়েন্ট স্কুলকে। আর খুলনা জেলা একই ব্যবধানে হারিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে। মহিলা বিভাগে বাংলাদেশ আনসার ২-০ সেটে হারিয়েছে ময়মনসিংহ জেলাকে। আর সাতক্ষীরা জেলা ২-১ সেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। এবারের জাতীয় থ্রোবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১০টি ও মহিলা বিভাগে ৭টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
×