ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

স্মিথদের সতর্ক করলেন কেপি

প্রকাশিত: ০৬:০১, ৫ ফেব্রুয়ারি ২০১৭

স্মিথদের সতর্ক করলেন কেপি

স্পোর্টস রিপোর্টার ॥ হায়দরাবাদে ৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া ভারত-বাংলাদেশ টেস্টটিকে ‘ঐতিহাসিক’ বলা হলেও আলোচনায় কেবলই ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। দু’দিন আগে গ্রেট শচীন টেন্ডুলকর বলেছেন, নিজেরা ফেবারিট হলেও বিরাট কোহলিরা যেন অসিদের হালকাভাবে না নেয়। ভারতের মাটিতে উপমহাদেশের বাইরের দলগুলোর জন্য ‘স্পিন’ এক বিভীষিকার নাম। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্রদের নিয়ে প্রতিপক্ষের জন্য স্পিনের ফাঁদ পাতছে টেস্টের নাম্বার ওয়ানরা। ইংল্যান্ড তারকা কেভিন পিটারসেন (কেপি) স্টিভেন স্মিথদের সেটিই স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, স্পিন সামলাতে না পারলে তাদের ভারত সফর করা উচিত নয়। ‘খুব তাড়াতাড়ি স্পিনারদের ভালভাবে খেলার কৌশল শিখে নিতে হবে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের। আর না হলে ভারত সফরটা না করাই উচিত তাদের।’ বলেন কেপি। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো স্পিনে দুর্বল দেশগুলোকে পরিচিত অস্ত্র দিয়েই ঘায়েল করেছে ভারত। স্পিন পিচের সঙ্গে ভারতের ব্যাটিং গভীরতার কারণে নিজেদের দেশে প্রায় অজেয় হয়ে উঠেছে কোহলির দল। অবশ্য ভারতের মাটিতে স্পিনারদের খেলার কৌশলটাও বাতলে দিয়েছেন পিটারসেন। তিনি বলেন, ‘স্পিন বল খেলার জন্য ঘূর্ণি উইকেট না হলেও চলবে। যে কোন পিচেই স্পিন খেলার কৌশল রপ্ত করা যায়। ব্যাটসম্যানদের কেবল বলের লাইন ও লেন্থটা বুঝতে হবে আর পায়ের ব্যবহারটা হতে হবে দুর্দান্ত।’ স্পিনে দারুণ ব্যাটিং করা পিটারসেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের আরও কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আগেই ফ্রন্টফুটে যেও না। বলের জন্য অপেক্ষা কর এবং তারপর খেল।’ স্পিনারদের বিপক্ষে পায়ের ব্যবহারে সতর্ক হতে বলেন পিটারসেন। তিনি বলেন, ‘যদি রান করতে চাও, তাহলে পায়ের ব্যবহারটা ভালভাবে কর। কারণ, ভারতীয় পিচে ভাল ফুটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ।’ স্মিথদের জন্য উপমহাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতাটা মোটেও সুখকর নয়। খুব বেশিদিন হয়নি, গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে রঙ্গনা হেরাথের সামনে অসহায় হয়ে পড়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়া। আর এ কারণেই কুলিন অসিদের স্পিন বল খেলার প্রতি গুরুত্বারোপ করেন ইংলিশ তারকা পিটারসেন। ওদিকে সাবেক অস্ট্রেলিয়ান মাইক হাসি ‘বিরাট কোহলিকে খেপাতে’ নিষেধ করেছেন। কারণ সুপার কোহলি তাতে আরও বেশি করে জ্বলে উঠতে পারেন। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছিলেন, সফরে তুখোড় কোহলিকে থামাতে তারা একটু-আধটু বিরক্ত করতে পারেন। তারই জবাবে হাসির এমন পরামর্শ। ভারত সফরে চার টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। পুনেতে ২৩ ফেব্রুয়ারি শুরু আলোচিত সিরিজের প্রথম দ্বৈরথ।
×