ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সফল করতে মরিয়া বোল্ট

এ্যাথলেটিকসে টি-টোয়েন্টি সংস্করণ

প্রকাশিত: ০৬:০০, ৫ ফেব্রুয়ারি ২০১৭

এ্যাথলেটিকসে টি-টোয়েন্টি সংস্করণ

স্পোর্টস রিপোর্টার ॥ টি-টোয়েন্টি ক্রিকেটের মতো এবার শুরু হলো টি-টোয়েন্টি এ্যাথলেটিকসের আসর ‘নিট্রো সিরিজ’। অস্ট্রেলিয়ার মেলবোর্নে শনিবার হয়ে গেল এর উদ্বোধন। তৃতীয়দিনের এই টুর্নামেন্টের বাকি ইভেন্টগুলো হবে আগামী ৯ এবং ১১ ফেব্রুয়ারি। টি-টোয়েন্টি ফরমেটের ক্রিকেট সফল হয়েছে। দুনিয়া জুড়ে রয়েছে যার কোটি কোটি ভক্ত-অনুরাগী। তবে টি-টোয়েন্টির এ্যাথলেটিকস কি মন জয় করতে পারবে সমর্থকদের? এই প্রশ্নের উত্তর এখন সময়ের হাতে। তবে ট্র্যাক এ্যান্ড ফিল্ডের নতুন এই সংস্করণকে সফল করতে মরিয়া ইতিহাসের দ্রুততম মানব উসাইন বোল্ট। এ প্রসঙ্গে নতুন এই টুর্নামেন্ট শুরুর আগেরদিন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট জানান, ‘আমরা এটাকে আরও আকর্ষণীয় এবং রোমাঞ্চকর করতে চাই। তাই সামনের দিকে তাকিয়ে রয়েছি। আমরা যা করছি তার দর্শকদের প্রতিক্রিয়াটা কেমন হবে, সেটাই দেখার অপেক্ষা করছি।’ এই আসরকে আকর্ষণীয় করতে সবধরনের চেষ্টা করবে আয়োজক কর্তৃপক্ষও। এ বিষয়ে আয়োজক এ্যাথলেটিকস অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ফিল জোনস নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘খেলা হিসেবে এ্যাথলেটিকস যথেষ্ট সফল, অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়নশিপ সংবাদ মাধ্যমে খুব ভাল প্রচারও পায়। কিন্তু এর নিচের স্তরগুলোতে যেসব টুর্নামেন্ট হয়, সেগুলো নিয়ে সংবাদ মাধ্যম বা দর্শকদের খুব একটা আগ্রহ থাকে না, পৃষ্ঠপোষকও পাওয়া যায় না। আমরা চাই আকর্ষণীয় কিছু করে এই ধারাটা বদলাতে।’ প্রথাগত ইভেন্টের বাইরেও এই নিট্রো এ্যাথলেটিকসে রাখা হয়েছে হার্ডলস রিলে, ২ গুণিতক ৩০০ মিটার মিক্সড রিলে, ৬০ মিটার স্প্রিন্ট, এলিমিনেশন মাইল ও কম্বাইন্ড-হাইট পোলভল্টের মতো কিছু ইভেন্ট। এই সিরিজে উসাইন বোল্ট নেতৃত্ব দিচ্ছেন অলস্টারস দলের। এছাড়া টুর্নামেন্টে বাকি পাঁচটি দল স্বাগতিক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, চীন, নিউজিল্যান্ড এবং জাপান। বোল্ট অংশ নেবেন একাধিক ইভেন্টে। এমন এক টুর্নামেন্টের অংশ হতে পেরে রোমাঞ্চিত জ্যামাইকান কিংবদন্তি। এ প্রসঙ্গে বোল্ট বলেন, ‘এখানে এমন অনেক কিছু দেখা যাবে, যা আগে কখনও হয়নি। আমার মনে হয় এটা টি-টোয়েন্টি ক্রিকেটের মতো আকর্ষণীয় হবে। এটা দারুণ একটা ভাবনা। এ জন্যই আমি এর অংশ হয়েছি।’ ট্র্যাক এ্যান্ড ফিল্ডে এমন টুর্নামেন্টকে সাধুবাদ জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক এবং ২০০৮ অলিম্পিকের চ্যাম্পিয়ন ক্রিস্টিনি ওহুরুগু। তিনি বলেন, ‘এমন সময়ে যথেষ্ট সাহসী একটি পদক্ষেপ নেয়ার জন্য আয়োজকদের অভিনন্দন।’
×