ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রথমদিনেই উড়ছে দক্ষিণ ও উত্তরাঞ্চল

প্রকাশিত: ০৫:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭

প্রথমদিনেই উড়ছে দক্ষিণ ও উত্তরাঞ্চল

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর আগে যে জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন, আর খেলার সুযোগ মিলেনি জুনায়েদ সিদ্দিকীর। কিন্তু এ ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে ঠিকই মাতিয়ে যাচ্ছেন। শনিবার বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পঞ্চম আসরের দ্বিতীয় পর্বের প্রথমদিনেই যেমন ১৭২ রানের ইনিংস খেলেছেন। বিসিবি উত্তরাঞ্চলের হয়ে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে তিনি এ ইনিংস খেলেন। এখনও অপরাজিত আছেন। ডাবল শতকের পথে আছেন জুনায়েদ। তার ইনিংসে প্রথমদিনই উড়ছে উত্তরাঞ্চল। ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩২৭ রান করে ফেলেছে। উত্তরাঞ্চলের মতো প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলও একই পথের পথিক হয়েছে। এনামুল হক বিজয় (৮৯), তুষার ইমরান (৬২), জিয়াউর রহমান (৫৫*) ও সোহাগ গাজীর (৪২*) ব্যাটিং নৈপুণ্যে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ৩৭৬ রান করে ফেলেছে দক্ষিণাঞ্চল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হচ্ছে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের ম্যাচটি। প্রথম পর্বে মধ্যাঞ্চল হারায় বিপাকে আছে। সবার নিচে তাদের অবস্থান। দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ানর মিশনেই নামে। কিন্তু ৯ বোলার দিয়ে বল করিয়েও কাজ হয়নি। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মধ্যাঞ্চল। ৮ রানে নাজমুল হোসেনকে আউট করে দিয়ে শুরুটাও ভাল হয়। কিন্তু এরপর থেকেই সেই ভাল শুরু আর বজায় রাখা যায়নি। দ্বিতীয় উইকেটেই জহুরুল ইসলাম অমি ও জুনায়েদ সিদ্দিকী মিলে ৯৮ রানের জুটি গড়েন। যেই ১০৬ রানে গিয়ে জহুরুল (৩৯) আউট হন, ৩ রান যোগ হতেই নাঈম ইসলামও (১) সাজঘরে ফেরেন। চতুর্থ উইকেটেই আবার বড় জুটির দেখা মিলে। এবার জুনায়েদ ও নাসির মিলে ১০৮ রানের জুটি গড়েন। ২১৭ রানে গিয়ে ৫৫ রান করা নাসির আউট হয়ে যান। তাতে কি? উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা যেন জুটি গড়ার তাগিদেই খেলতে থাকেন। জুটি হলেই সেটি আগের জুটির চেয়েও বড় জুটি হয়। পঞ্চম উইকেটে যেমন জুনায়েদ ও ধীমান ঘোষের জুটিটি অবিচ্ছিন্ন ১১০ রানের হলো। জুনায়েদ ২৭৬ বলে ১৯ চারে ১৭২ রান করে অপরাজিত আছেন। আর ধীমান করেছেন অপরাজিত ৫১ রান। আজ দ্বিতীয়দিনে এ দুইজনই ব্যাট হাতে নামবেন। আর ২৮ রান যোগ করতে পারলেই জুনায়েদের প্রথম ডাবল শতক হয়ে যাবে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক উত্তরাঞ্চলের মধ্যকার ম্যাচে দক্ষিণাঞ্চলই বাজিমাত করছে। প্রথমপর্বে যদিও পূর্বাঞ্চল সর্বোচ্চ ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে আছে। তবে এবার দ্বিতীয় পর্বে দক্ষিণাঞ্চলের সঙ্গে বিপাকে পড়তে চলেছে দলটি। চার ব্যাটসম্যানের দুর্দান্ত ব্যাটিংয়ে রানের চাকা সচল রেখেছে দক্ষিণাঞ্চল। আজ দ্বিতীয়দিনে ৫৫ রান করা জিয়াউর রহমান ও ৪২ রান করা সোহাগ গাজী ব্যাট হাতে নামবেন। দল চার ’শ রান থেকে ১৪ রানের জন্য পিছিয়ে আছে। স্কোর ॥ প্রথমদিন শেষে উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ উত্তরাঞ্চল প্রথম ইনিংস ৩২৭/৪; ৮৯ ওভার (জুনায়েদ ১৭২*, নাসির ৫৫, ধীমান ৫১*, জহুরুল ৩৯; শহীদুল ২/৭৮)। দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ দক্ষিণাঞ্চল ইনিংস ৩৭৬/৬; ৯০ ওভার (বিজয় ৮৯, তুষার ৬২, জিয়াউর ৫৫*, মিঠুন ৪৭, সোহাগ ৪২*; এবাদত ৩/৮৫)।
×