ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ- ‘ভারত-এ’ প্রস্তুতি ম্যাচ শুরু আজ

প্রকাশিত: ০৫:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ- ‘ভারত-এ’ প্রস্তুতি ম্যাচ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্টকে ঘিরে উত্তাপ শুরু হয়ে গেছে। টেস্ট শুরু হতে এখনও চারদিন বাকি। এরআগেই উত্তেজনা ছড়িয়ে পড়ছে। টেস্টকে ‘ঐতিহাসিক’ করে তুলতে সবদিক থেকেই কোন ছাড় দেয়া হচ্ছে না। ভারতের মাটিতে যে প্রথমবারের মতো টেস্ট খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টটি শুরু হবে। এরআগে বাংলাদেশ-ভারত ‘এ’ দলের মধ্যকার দুইদিনের প্রস্তুতি ম্যাচটি আজ শুরু হচ্ছে। হায়দরাবাদের জিমখানা মাঠে হবে ম্যাচটি। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। এ ম্যাচের জন্য ভারত ‘এ’ দল আগেই ঘোষণা করা হয়েছে। দলে তামিলনাড়ু দলের অধিনায়ক অভিনব মুকুন্দকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। দলে শ্রেয়াশ আইয়ার, ঋশব পান্ত, হার্দিক পা-ে, জয়ন্ত যাদবদের মতো তারকারা রয়েছেন। আছেন প্রিয়ঙ্ক পাচাল, ইশাঙ্ক জাগিগ, উশব পান্ত, ইশান কিষাণ, বিজয় শংকর, কুলদীপ যাদব, অঙ্কিত চৌধুরী, সিভি মিলিন্দ ও নিতিন সাইনিরা। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টটির জন্য যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখান থেকেই প্রস্তুতি ম্যাচের জন্য দল নির্ধারণ করা হবে। তবে শেষ মুহূর্তে দলের সঙ্গে একজন পেসারও যোগ হয়েছেন। তিনি আবু জায়েদ রাহি। বাংলাদেশ দলে আছেন অধিনায়ক মুশফিকুর রহীম, সহ-অধিনায়ক তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাব্বির রহমান রুম্মন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, শফিউল ইসলাম ও লিটন কুমার দাস। ১৫ সদস্যের দলে প্রস্তুতি ম্যাচের জন্য রাহিকেও নেয়া হয়েছে। আজ প্রস্তুতি ম্যাচে রাহি খেলবেনও। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ভাল বোলিং করেছেন আবু জায়েদ রাহি। সিলেট বিভাগ আর ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের এই ক্রিকেটার প্রথম শ্রেণীর শেষ চার ম্যাচে তুলে নিয়েছেন ৩১ উইকেট। ৫০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে তার দখলে রয়েছে ১৫৬ উইকেট। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে খেলেছেন ২৬ ম্যাচ, যেখানে তার শিকার ২৭ উইকেট। প্রস্তুতি ম্যাচটি কেমন করে বাংলাদেশ দল, এটার ওপরই টেস্টে কেমন করবে বাংলাদেশ; তার একটা ধারণা মিলে যাবে। তবে প্রস্তুতি ম্যাচে আবার হার-জিত মুখ্য হয়ে ওঠে না। কতটা বেশি খেলা গেল। টেস্টের আগে কি শেখা গেল। উইকেট সম্পর্কে, কন্ডিশন সম্পর্কে কতটা ভাল ধারণা নেয়া গেল। সেদিকেই সব ক্রিকেটারের মনোযোগ থাকে। তাই প্রস্তুতি ম্যাচটাকে এতটা গুরুত্বও অনেক সময়ই দেয়া হয় না। তবে টেস্টকে ঘিরে কিন্তু দুই দলেরই সব ক্রিকেটার খুব সিরিয়াস। শুক্রবার মুমিনুল হক যেমন বলেই দিয়েছেন, ভারতকে হারানোর স্বপ্ন দেখছেন তিনি। জানিয়েছেন, ‘ভারতের পেস ও স্পিন বোলিং, দুই বিভাগই বেশ ভাল। আর ব্যাটিং তো অবিশ্বাস্য রকম ভাল। সবমিলিয়ে খুব ভারসাম্যপূর্ণ দল। এ কারণেই তো এখন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে রয়েছে ভারত। কিন্তু আমরা চাইব ওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে। চাইব সর্বোচ্চ সাফল্য। ভারতের বিপক্ষে টেস্টে জয়ের জন্যই খেলব আমরা।’ ভারত এখন টেস্টের এক নম্বর দল। বাংলাদেশ ৯ নম্বর। আকাশ-পাতাল পার্থক্য। শুধু তাই নয়। সম্প্রতি ইংল্যান্ডকে নাকানিচুবানি খাওয়ায় ভারত। আর বাংলাদেশের বেলায় হয় উল্টো। নিউজিল্যান্ডের কাছে নাজেহাল হয় বাংলাদেশ। এরপরও মুমিনুলের এমন আশা। মুমিনুল অতীত কোন কিছু নিয়েই ভাবতে রাজি নন, ‘অতীত নিয়ে আমরা ভাবছি না। এরই মধ্যে নিউজিল্যান্ড সিরিজ ভুলে গেছি। ভারতে আমরা সর্বোচ্চ সাফল্যের আশা করছি। চাইব একমাত্র টেস্টে যথাযথ ক্রিকেট খেলতে। আর সামনেও তো অনেক খেলা রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সামনের সিরিজেও ভাল খেলার চেষ্টা থাকবে দলের।’ সঙ্গে যোগ করেন, ‘বাংলাদেশ খুব অল্প সংখ্যক টেস্ট খেলে। আর এটি নিয়ে আমরা মোটেই খুশি নই। কিন্তু এ নিয়ে কিছু তো করার নেই। আমরা কেবল মাঠে নেমে ভাল পারফর্মই করতে পারি।’ সবার মাথাব্যথা বিরাট কোহলি। যে প্রতিপক্ষই ভারতের বিপক্ষে খেলুক, কোহলিকে নিয়ে বিশেষ পরিকল্পনা করা ছাড়া যেন কোন গতি নেই। মুমিনুল কি ভাবছেন কোহলিকে নিয়ে? মুমিনুল জানান, ‘কোহলি বিশ্বের এক নম্বর খেলোয়াড়। ওর সম্পর্কে বেশি আর কি বলার আছে। যদি সুযোগ পাই, তাহলে ওর সঙ্গে একটু কথাবার্তা বলার চেষ্টা করব।’ ব্যক্তিগত লক্ষ্য নিয়ে মুমিনুল জানান, ‘আমার বিশেষ কোন ব্যক্তিগত লক্ষ্য নেই। আগের সিরিজগুলোয় যেমনভাবে খেলেছি, তেমনিভাবে খেলার চেষ্টাই করব। সবসময় আমি লম্বা ইনিংস খেলার চেষ্টা করি। আর আমার তো প্রমাণ করার কিছু নেই। নিজের দক্ষতার উন্নতি করার চেষ্টা করব। আর চাইব যেন পরের পর্যায়ে যেতে পারি।’
×