ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৫:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০১৭

 ক্যাম্পাস সংবাদ

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষা সম্মেলন সম্প্রতি রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘বিশ্ব শান্তির জন্য শিক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় শিক্ষা কমিশনের কো-চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টাঃ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোঃ সবুর খান এবং সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ-এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) ডাঃ মোঃ রেজাউল হক। ট্রাস্টের নির্বাহী পরিচালক এবং মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর সভাপতিত্বে এই সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরে আলম তালুকদার। সম্মেলনে শিক্ষা, চিকিৎসা এবং সাহিত্যে বিশেষ অবদানের জন্য দেশের প্রতিথযশা ৯ (নয়) জন বিশিষ্ট ব্যক্তিকে ‘শিক্ষা শান্তি পদক-২০১৬’ প্রদান করা হয়। পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেনÑ বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা আলহাজ সৈয়দ আবুল হোসেন, জাতীয় অধ্যাপক প্রফেসর ডাঃ শাহেলা খাতুন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আলী আকবর, বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইঞ্জি: মাসউদ আহমেদ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, আহসান উল্ল্যাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এম এম শফিউল্ল্যাহ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন এবং এসআইবিএল ফাউন্ডেশন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ লিলি আমিন হক। ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদ সম্মেলন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল এ্যান্ড রিসার্চ সেল (টিসিআরসি) আয়োজিত ‘তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন : বর্তমান অবস্থা’Ñ শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও নাটাবের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু। উপস্থিত ছিলেন ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো এ্যান্ড রিসার্চ সেলের সভাপতি ও এ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় ক্যান্সার ইনিস্টিটিউটের ইপিডিমিওলজী বিভাগের বিভাগীয় প্রধান জনাব হাবিবুলাহ তালুকদার রাসকিন, আন্তর্জাতিক সংস্থা দি ইউনিয়নের কারিগরি পরামর্শক সৈয়দ মাহবুবুল আলম, বাংলাদেশ তামাকবিরোধী জোট এর মুখপত্র ‘সমস্বর’ এর নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম সুজন, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারি জেনারেল হেলাল আহমেদ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের কর্মসূচী ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে দেশের ১৩টি জেলার তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন সম্পর্কে গবেষণাপত্র পাঠ করা হয়। গবেষণাপত্রটি পাঠ করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিসিআরসির গবেষণা সহকারী ফারহানা জামান লিজা। বিইউবিটিতে প্রশিক্ষণ কর্মসূচী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, রোভার স্কাউট ও কর্মচারীদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্পর্কে সচেতন করা, ক্ষয়ক্ষতি ও সার্বিক ঝুঁকি হ্রাস এবং দুর্ঘটনাজনিত কারণে মানুষের প্রাথমিক চিকিৎসা শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচী বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এর মিরপুরস্থ ক্যাম্পাসে শুরু হয়েছে। গত ০১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বিইউবিটির রেজিস্ট্রার জনাব ড. মোঃ হারুন-অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির প্রক্টর মিঞা লুৎফার রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার এ. এইচ. এম. আজমল হোসেন। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের প্রশিক্ষক বাবুল চক্রবর্তীও উপস্থিত ছিলেন। ক্যাম্পাস প্রতিবেদক
×