ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুলের পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনা হচ্ছে ॥ ইনু

প্রকাশিত: ০৫:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০১৭

স্কুলের পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনা হচ্ছে ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ঘাতের ঘটনা সরকার তদন্ত করে দেখছে। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের চেতনা পুনরায় ফিরিয়ে আনা হচ্ছে। তিনি বলেন, রাষ্ট্র-প্রশাসনের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা রাজাকাররা ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত রেখেছে। রাজাকার, সাম্প্রদায়িক জঙ্গী চক্র ও তাদের সঙ্গীদের সমূলে উচ্ছেদ করে বাংলাদেশকে নিরাপদ করতে হবে। শনিবার নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে পাঠ্যপুস্তকে অন্তর্ঘাতের প্রতিবাদ ও মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার দাবিতে ঢাকা মহানগর জাসদ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইনু বলেন, পরিকল্পিতভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। দেশে বিদেশে অপপ্রচার চালানোর মূল উদ্দেশ্য হলো ক্ষমতা দখল। কিন্তু মনে রাখতে হবে দখলের রাজনীতি শেষ হয়ে গেছে। এখন মানুষের সমর্থন ও ভোট ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না। বাস্তবতা হলো ভোটাররা কি বিএনপি-জামায়াতসহ আগুন সন্ত্রাসীদের ভোট দেবে। দেবে না। কারণ সবাই তাদের অপকর্মের কথা মনে রেখেছে। আর্থিক খাতের নিরাপত্তায় অনলাইনে বিশেষ ব্যবস্থা স্টাফ রিপোর্টার ॥ দেশে আর্থিক খাতের নিরাপত্তায় আসছে অনলাইন সেবা বা ক্লাউডসেবা। আর্থিক প্রতিষ্ঠানগুলোর তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়ভাবে অনলাইনভিত্তিক বিশেষ ব্যবস্থা উন্নয়নের জন্য ইতোমধ্যে যৌথভাবে কাজ করছে তথ্যপ্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ ব্যাংক। শনিবার রাজধানীতে বেসিস সফটওয়্যার এক্সপোতে ‘পাবলিক পলিসি ফর ফিন্যান্সিয়াল সেক্টর’ শীর্ষক সেমিনারে তথ্যপ্রযুক্তি বিভাগের জাতীয় তথ্য কেন্দ্রের (ডাটা সেন্টার) পরিচালক তারিক এম বরকতুল্লাহ এ তথ্য জানান। সেমিনারে বলা হয়, আন্তর্জাতিক ক্লাউডসেবা প্রতিষ্ঠানগুলো অধিকাংশই যুক্তরাষ্ট্র সরকার নিয়ন্ত্রণ করে। কোন দেশের আর্থিক প্রতিষ্ঠানের তথ্যসমূহ নিরাপত্তা প্রদানে আমেরিকার আইন পক্ষপাতদুষ্ট। এ কারণে দেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তার জন্য নিজস্ব ক্লাউডসেবা তৈরি করা হবে। এ বিষয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করা হচ্ছে। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের তথ্য ব্যবস্থা উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক দেবদুলাল রায় বলেন, সাধারণ সেবা প্রতিষ্ঠানের চাইতে আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিরাপত্তায় ঝুঁকি বেশি থাকে। তাই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোন ধরনের আন্তর্জাতিক সেবা নেয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়।
×