ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব ক্যান্সার দিবসে বিএসএমএমইউতে র‌্যালি

প্রকাশিত: ০৫:৫২, ৫ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্ব ক্যান্সার দিবসে বিএসএমএমইউতে র‌্যালি

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগ, হেমাটোলজি বিভাগ ও শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের যৌথ উদ্যোগে শনিবার সকাল ৯টায় এ এবং বি ব্লকের মধ্যবর্তী স্থান বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মাসুদা বেগম, শিশু হেমাটোলজি এ্যান্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ চৌধুরী ইয়াকুব জামাল, অনকোলজি (ক্যান্সার) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সারওয়ার আলম, উপ-রেজিস্ট্রার ও অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ জিল্লুর রহমান ভুঁইয়া প্রমুখ। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, বর্তমান প্রশাসনের প্রচেষ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিশ্ব দরবারে স্থান করে নিয়েছে। রোগীদের স্বার্থের কথা বিবেচনা করে বর্তমান প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার বিভাগ, শিশু হেমাটোলজি এ্যান্ড অনকোলজি বিভাগসহ সংশ্লিষ্ট সকল বিভাগের কার্যক্রম আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সবধরনের সহায়তা দেয়া হবে। -বিজ্ঞপ্তি ফেসবুকে টিভি-এ্যাপ এ্যাপলের এ্যাপল টিভিসহ টেলিভিশন সেট-টপ বক্সগুলোর জন্য নতুন এক এ্যাপ বানাচ্ছে ফেসবুক। এ নিয়ে চুক্তি করতে মিডিয়াগুলোর সঙ্গে আলোচনা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সেট-টপ বক্সর জন্য এ্যাপ আনলে এটি ফেসবুককে সরাসরি ভিডিও করে আরও বেশি করে টানবে ভিডিও বিজ্ঞাপন। বেশি ভিডিও কিনতে বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করার মাধ্যমে ফেসবুকের আয় বৃদ্ধি অব্যাহত রাখার পথ সহজ হবে। -ওয়েবসাইট বরফের আগ্নেয়গিরির বিস্ফোরণ মঙ্গল ও বৃহস্পতি গ্রহে প্রচুর বরফের আগ্নেয়গিরি (ক্রায়ো-ভলক্যানো) রয়েছে। যেগুলো কয়েকটি ইতোমধ্যে বিস্ফোরিত হয়েছে, অনেকটি এখনও হয়নি। সাম্প্রতিক একটি গবেষণায় এমনই দাবি করেছেন বিজ্ঞানীরা। নাসার মহাকাশযান ‘ডন’-এর তোলা কিছু ছবিতে দেখা যায়, গ্রহাণুপুঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহাণু ‘সেরেস’-এ মাথা উঁচিয়ে রয়েছে ‘আহুনা মন্’ নামে একটি বরফের ‘আগ্নেয়গিরি’ বা ক্রায়ো-ভলক্যানো। যার উচ্চতা ৪ কিলোমিটার। মানে, আমাদের মাউন্ট এভারেস্টের যতটা উচ্চতা, তার ঠিক অর্ধেক উচ্চতা ‘সেরেস’-এর ওই বরফের ‘আগ্নেয়গিরি’র। -আনন্দবাজার পত্রিকা
×