ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ড্রিমস ফর টুমরোর জাতীয় সম্মেলন

প্রকাশিত: ০৫:৫২, ৫ ফেব্রুয়ারি ২০১৭

ড্রিমস ফর টুমরোর জাতীয় সম্মেলন

’আমরা ১০,০০০ জীবনকে বদলে দিচ্ছি’ সেøাগানে ড্রিমস ফর টুমরোর জাতীয় সম্মেলন শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনটি স্বপ্নের দিকে এগিয়ে চলার পথে এ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করে। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেন্টারগুলোর প্রতিনিধিবৃন্দ, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ ও সহযোগী ব্যক্তিদের অংশগ্রহণে দিনব্যাপী এ সম্মেলনে কর্মপরিকল্পনার প্রান্তিক পর্যায়ে সুষ্ঠু বাস্তবায়ন ও তার মূল্যায়নের নানা দিক নিয়ে বিশদ আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন বিশিষ্ট চিত্রশিল্পী ও গীতিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন মতলুব আলী। স্বাগত বক্তব্য দেন ড্রিমস ফর টুমরোর প্রতিষ্ঠাতা পরিচালক জাভেদ পারভেজ। আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অপারেশন ডিরেক্টর ইঞ্জিনিয়ার জাকির আহমেদ ও কমিউনিকেশন ডিরেক্টর কান্তা কানিজ। সম্মেলনে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কঙ্গোর কনসুল জেনারেল জায়নুদ্দিন আদিল, ওয়ার্ল্ড ব্যাংক কর্মকর্তা নুসরাত মঞ্জুর এবং একটি বেসরকারী মোবাইল কোম্পানির কর্মকর্তা আনিকা ভক্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদুর রহমান শাওন। ড্রিমস ফর টুমরো একটি অলাভজনক প্রতিষ্ঠান যা গ্রামবাংলার স্কুল-শিক্ষার্থীদের মাঝে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ছড়িয়ে দেবার পাশাপাশি তাদের স্বপ্ন, মূল্যবোধ, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলী শিখতে উদ্বুদ্ধ করে। গ্রামের স্কুল শিক্ষার্থীদের মাঝে সফলতার ছয়টি স্তম্ভ শেখাতে সংগঠনটি তার ১০টি সেন্টারে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব সেন্টারে যেসব বিষয়ে শিক্ষার্থীদের শেখানো হয় সেগুলো হলো-পাঠ্যবইয়ের জ্ঞান সহজ ও আকর্ষণীয় উপায়ে উপস্থাপন যাতে শিক্ষার্থীরা মুখস্থের বদলে আনন্দ নিয়ে ও বুঝে শিখতে পারে, বইয়ের বাইরের জ্ঞান ও ইন্টারনেটের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া, শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বেও গুণাবলী বিকশিত করা, তাদের বড় স্বপ্ন দেখাতে উৎসাহিত করা, নৈতিকতা, মূল্যবোধ নির্ভর জীবন গঠনে উদ্বুদ্ধ করা এবং শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমের বীজ বপন করা। -বিজ্ঞপ্তি
×