ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত ॥ গুলিবিদ্ধ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫১, ৫ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত ॥ গুলিবিদ্ধ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরে গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। বিমানবন্দর এলাকায় এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। এদিকে যাত্রাবাড়ী, উত্তরা ও বিমানবন্দর এলাকা থেকে ডাকাত দলের ১১ সদস্যকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সোনারগাঁও ক্রসিং এলাকা থেকে ৪১ চোরাই গরুসহ একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল মাদকদ্রব্যসহ ২৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছে। তিনি মোহাম্মদপুর বছিলার একটি বস্তিতে সপরিবারে থাকতেন। নিহতের ছেলে রাসেল জানান, তার পিতা জাহাঙ্গীর দিনমজুরের কাজ করতেন। ভোর ছয়টার দিকে কাজে যাওয়ার উদ্দেশে বছিলার বাসা থেকে বের হয়ে বাড়ির অদূরে বেড়িবাঁধের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ যুবক ॥ শুক্রবার গভীর রাতে বনরূপা এলাকায় দুই ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যক্তির কাছে থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন। এসময় ওই পথচারীর চিৎকারে টহল পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া করে। একপর্যায়ে পুলিশ ছিনতাইকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ছিনতাইকারী অপু গুলিবিদ্ধ হলে পুলিশ তাকে আটক করে। তবে অন্য ছিনতাইকারী পালিয়ে যায়। পায়ে গুলিবিদ্ধ অপুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপুর কাছে দুটি চাপাতি পাওয়া গেছে বলে জানায় পুলিশ। ১১ ডাকাত গ্রেফতার ॥ শুক্রবার গভীর রাতে পুলিশ শনিরআখড়া বাঁশপট্টি এলাকা থেকে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ উজ্জ্বল, রিফাত, ফারুক, হানিফ, রাজু ও বাপ্পী নামে ছয়জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়। এদিকে রাত পৌনে তিনটার দিকে উত্তরা-পূর্ব থানা পুলিশ কাশন্দী রেস্টুরেন্টের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে আমিনুল ইসলাম, সবুজ সরকার, তুষার আহম্মেদ ও আসিফ আহম্মেদ নামে চার ডাকাতকে গ্রেফতার করে। চোরাই গরুভর্তি ট্রাক উদ্ধার ॥ রাজধানীর সোনারগাঁও ক্রসিং এলাকা থেকে ৪১ চোরাই গরুসহ একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে রমনা থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথ অভিযান চালিয়ে চোরাই গরু বোঝাই ট্রাকটি আটক করে। ২৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ ডিএমপি উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, শুক্রবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, দুই কেজি ৯১৫ গ্রাম গাঁজা, ৪৮৬ ক্যান বিয়ার ও ৩৭০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট শুরু ৩০ মার্চ স্টাফ রিপোর্টার ॥ আগামী ৩০ মার্চ থেকে রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট-২০১৭ (ডিটিএম)। ১৪তম ডিটিএম-এর আয়োজন করছে ভ্রমণ বিষয়ক ইংরেজী পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। বেসরকারী এয়ারলাইনস ইউএস-বাংলা এয়ারলাইনস মেলার টাইটেল স্পন্সর। শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডিটিএম-২০১৭ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারউজ জামান খান কবির এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনের শুরুতে দি বাংলাদেশ মনিটর সম্পাদক এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক টাইটেল স্পন্সর সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা-এ সময় উপস্থিত ছিলেন।
×