ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাড়ির ডিজিটাল আইডি

প্রকাশিত: ০৫:৫০, ৫ ফেব্রুয়ারি ২০১৭

বাড়ির ডিজিটাল আইডি

শহরাঞ্চলে বাড়ির ভৌগলিক অবস্থানের ভিত্তিতে ডিজিটাল ঠিকানা নম্বর থাকলে বাড়ি খুঁজে পেতে অনেক সহজ হয়। এ পদ্ধতিতে বাড়ির ঠিকানা নম্বর ট্যাগ করা থাকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসের সঙ্গে। ফলে সে নম্বর জেনেই যে কোন বাড়িতে পৌঁছানো সহজ হয়। এজন্য শীঘ্রই ভারতের শহরাঞ্চলে প্রতিটি বাড়ির জন্য ইউনিক ডিজিটাল নম্বর ইস্যু করার ব্যবস্থা করার পরিকল্পনা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি প্রকল্পের আওতায় এ ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা চলছে। প্রথমে ব্যাঙ্গালুরুতে এ ডিজিটাল ঠিকানা নম্বর ইস্যু করা হতে পারে। পরে দেশটির অন্যত্রও এ ব্যবস্থা ছড়িয়ে দেয়া হতে পারে। এর ফলে সহজে যে কোন বাড়ির ঠিকানা, তার অবস্থান ও বাড়ির মালিক সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পাশাপাশি সে সম্পত্তি ঠিকমতো কর জমা করেছে কি-না বা কোথায় কত পরিমাণ সম্পত্তির কর বাকি আছে, তাও জানা যাবে সহজে। শুধু তাই নয়, কোন অপরাধ করে কেউ গা-ঢাকা দিতে চাইলে তাও সহজে সম্ভব হবে না। কারণ প্রত্যেক বাড়ি জিপিএসের আওতায় থাকবে। এছাড়া কোন দুর্ঘটনা বা দুর্যোগ ঘটলে সে বাড়িতে উদ্ধারকারী দল অনেক সহজে পৌঁছে যেতে পারবে। শহরাঞ্চলে এদিক-ওদিক বাড়ি গজিয়ে ওঠায় অনেক সময় ঠিকানা ঠিকমতো থাকে না। এ ব্যবস্থা কার্যকর হলে নির্দিষ্ট রাস্তা ও নির্দিষ্ট বাড়ির ঠিকানা একই রকমভাবে থাকবে। ফলে তা অনেক সহজে খুঁজে পাওয়া যাবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
×