ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উপাচার্য অবরুদ্ধ

শরীরের রক্ত ঢেলে ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিল দাবি রুয়েট শিক্ষার্থীদের

প্রকাশিত: ০৫:৫০, ৫ ফেব্রুয়ারি ২০১৭

শরীরের রক্ত ঢেলে ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিল দাবি রুয়েট শিক্ষার্থীদের

রাবি সংবাদদাতা ॥ ক্লাস-পরীক্ষা স্থগিত করেও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (রুয়েট) দুই সিরিজের শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা যায়নি। শনিবার ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে শরীরের রক্ত ঢেলে বিভিন্ন স্লোগান লিখে দাবি আদায়ের চেষ্টা করেছেন তিন শতাধিক শিক্ষার্থী। বিকেল থেকে রুয়েট উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা। এতে করে অবরুদ্ধ হয়ে পড়েছেন রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ। জানা যায়, রুয়েটে ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করে আসছে রুয়েটের ১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত মঙ্গলবার ওই দুই সিরিজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে প্রশাসন। এর পরদিন আন্দোলনরত শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেয় প্রশাসন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার বিকেলে ১৪ ও ১৫ সিরিজের তিন শতাধিক শিক্ষার্থী রুয়েট প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের দফতরের সামনে অবস্থান নেয়। এ সময় উপাচার্য দফতরের ভেতরে অবস্থান করছিলেন। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে শরীরের রক্ত ঢেলে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান লিখেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ দফতর থেকে বের হতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা দরজার সামনে শুয়ে পড়েন। রুয়েট উপাচার্য ছাড়াও সেখানে রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক এনএইচএম কামরুজ্জামান এবং বিভিন্ন বিভাগের সভাপতি ও অনুষদের ডীনরা আটকা পড়েছেন। এ ঘটনায় রুয়েটে উত্তেজনা বিরাজ করছে। দাবি না মানা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের দফতরের সামনে অবস্থান করার ঘোষণা দিয়েছে। জানতে চাইলে রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ বলেন, বিকেল থেকেই শিক্ষার্থীরা আমাকে অবরুদ্ধ করে রেখেছে। তারা আমার দফতরের সামনে অবস্থান নিয়েছে। আমি নিজে তাদের আলোচনার জন্য ডেকে পাঠিয়েছি কিন্তু তারা কেউ আসেনি। আলাপ-আলোচনা না করলে তো সমস্যার সমাধান হবে না। এ বিষয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি।
×