ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১২ হাজার শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ চসিকের

প্রকাশিত: ০৫:৪৮, ৫ ফেব্রুয়ারি ২০১৭

১২ হাজার শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ চসিকের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এক যুগে ১২ হাজার শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তির ওপর প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদের সচিব, মেট্রোপলিন পুলিশ এবং স্কুল কলেজ পর্যায়ের শিক্ষকদেরও কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হয়েছে কর্পোরেশন পরিচালিত ইনস্টিটিউটের মাধ্যমে। দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে চসিক। শনিবার নগরীর জিইসি কনভেনশনে চসিক কম্পিউটার ইনস্টিটিউটের যুগপূর্তি উৎসব ও প্রযুক্তিমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অন্যতম সহযোগী। ২০০৪ সাল থেকে কর্পোরেশন এ যাবত ১২ হাজার শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছে। এছাড়াও ৫৪০ জন ইউনিয়ন পরিষদ সচিবকে এমআইএসের উপরে প্রশিক্ষণ প্রদান করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৯শ’ সদস্যকে স্বল্পমেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চসিক পরিচালিক স্কুল ও কলেজ পর্যায়ের ১২০ শিক্ষককে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হয়েছে। মেয়র বলেন, ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবতা। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তথ্য ও প্রযুক্তি খাতে আরও সহযোগিতা দিয়ে যাবে। তিনি কর্পোরেশন পরিচালিত কম্পিউটার ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। প্রাক্তন শিক্ষার্থী সমাবেশের পূর্বে কম্পিউটার ইনস্টিটিউটের নানামুখী কার্যক্রমের তথ্য চিত্র তুলে ধরা হয়। যুগপূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করে ২০টি স্টল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হোসেন, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, স্বাস্থ্য সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর নাজমুল হক ডিউক, কম্পিউটার ইনস্টিটিউট পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, তারেক সোলায়মান সেলিম, ইনস্টিটিউটের পরিচালক আনিস আহম্মদ এবং কাউন্সিলর ও কর্পোরেশনের কর্মকর্তারা। মেয়র জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর দরিদ্র ১২৪ শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ধারা অব্যাহত থাকবে। কারিগরি বোর্ডের স্বীকৃতি অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশন কম্পিউটার ইনস্টিটিউট দ্বিতীয় বৃহত্তম কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট। এ ইনস্টিটিউটটি ইতোমধ্যেই কারিগরি বোর্ড থেকে ১ বছর মেয়াদী অফিস এপ্লিকেশন কোর্স পরিচালনার অনুমতি পেয়েছে।
×