ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে অস্তিত্ব সঙ্কটে পড়বে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০১৭

বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে অস্তিত্ব সঙ্কটে পড়বে ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৪ ফেব্রুয়ারি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের একদিন আগেও দেশে জাতীয় নির্বাচন হবে না। বর্তমান সরকারের মেয়াদ শেষে শেখ হাসিনার অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি যদি ওই নির্বাচনে না আসে তাহলে দেশে বিএনপির কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম পাবনা শহরের গাছপাড়ায় স্বাস্থ্য সেবা হাসপাতালে আয়োজিত পাবনা ডায়াবেটিক সমিতির ব্যবহৃত জমির দলিল সমিতির নামে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যপক একে আজাদ খান, দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার জিহাদুল কবির, সিভিল সার্জন ডাঃ তাহাজ্জেল হোসেন, সমাজসেবক মুস্তাক আহমেদ সুইট, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মঞ্জুরা রহমান, পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ রিয়াজুল হক প্রমুখ। মোহাম্মদ নাসিম আরও বলেন, সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ হত্যাকা-ের সঙ্গে জড়িতদের কোন ছাড় দেয়া হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জড়িতরা যতই প্রভাবশালী হোক, যে দলেরই হোক না কেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার অভিযান শুরু করেছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এর আগে শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম পাবনা জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট উদ্বোধন করেন। এ সময় তিনি পাবনা মেডিক্যাল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, বার্ন ইউনিটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যবান্ধব সরকার। এ সরকারের আমলে সাধারণ জনগণ যাতে চিকিৎসার অভাবে মারা না যায় সেজন্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারাদেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি হাসপাতাল স্থাপন করা হয়েছে এবং সেখানে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারী সংস্থার পাশাপাশি বেসরকারী সংস্থাকে এগিয়ে আসতে হবে।
×